আদালতের টয়লেটে মাথা ফাটলো সাবেক খাদ্যমন্ত্রী কামরুলের

আপডেট: May 26, 2025 |
inbound5205648494122414576
print news

আদালতে হাজিরা দিতে এসে হাজতখানার টয়লেটে পড়ে মাথা ফেটেছে পতিত আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী কামরুল ইসলামের।

আজ মঙ্গলবার (২৬ মে) সকালে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের হাজতখানায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন কামরুল ইসলামের আইনজীবী নাসিম চৌধুরী।

তিনি জানান, সকালে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় হাজিরা দিতে কামরুল ইসলামকে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে এনে হাজতখানায় রাখা হয়। এ সময় হাজতখানার টয়লেটে পড়ে মাথায় আঘাত পান তিনি।

তিনি আরও জানান, কোর্ট পুলিশের সার্বিক সহযোগিতায় তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। পরে সেখান থেকে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের হাসপাতালে নেয়া হয়।

Share Now

এই বিভাগের আরও খবর