গান গাইতে যুক্তরাষ্ট্রে সফরে বাপ্পা মজুমদার


কানাডার সংগীতপ্রেমীদের মন জয় করার পর আমেরিকার পথে পা বাড়াচ্ছেন দেশের জনপ্রিয় গায়ক ও সুরকার বাপ্পা মজুমদার। দীর্ঘ বিরতির পর আবারো মার্কিন মুলুকে গানের সুরে মাতাতে যাচ্ছেন। সব ঠিক থাকলে সেপ্টেম্বর-অক্টোবরে অনুষ্ঠিত হবে এই বহুল প্রতীক্ষিত সংগীত সফর। যেখানে যুক্তরাষ্ট্রের ১০টিরও বেশি শহরে গান পরিবেশন করবেন ‘দলছুট’-এর এই প্রধান কণ্ঠশিল্পী।
ট্যুরটি আয়োজন করছে যুক্তরাষ্ট্রভিত্তিক আয়োজক প্রতিষ্ঠান আইরন ক্লাউড। প্রতিষ্ঠানটির কর্ণধার ফায়সাল জাহেদ বলেন, “বাপ্পা মজুমদার বাংলাদেশের গানের ভুবনে এক উজ্জ্বল নাম। তার সংগীতের সুবর্ণ সময় চলছে এখন। প্রবাসী শ্রোতারা তাকে দীর্ঘদিন ধরে মঞ্চে চাচ্ছিলেন। তাদের সেই অপেক্ষার অবসান ঘটাতেই আমাদের এই আয়োজন।”
এই ট্যুরে বাপ্পা মজুমদার গান গাইবেন নিউ ইয়র্ক, ফ্লোরিডা, ক্যালিফোর্নিয়া, শিকাগোসহ যুক্তরাষ্ট্রের নানা শহরে। গানের মধ্য দিয়ে তিনি শুধু সংগীত পরিবেশন করবেন না, বরং বাংলা গানের আবেগ-ভাষাকে পৌঁছে দেবেন প্রবাসীদের হৃদয়ে।
বাপ্পা নিজেও ট্যুর নিয়ে বেশ আশাবাদী। তিনি জানান, আয়োজকদের সঙ্গে তার কথা চূড়ান্ত হয়েছে এবং এখন চলছে শিডিউল ও প্রস্তুতির কাজ। “এই সফর যেন শুধু সংগীত নয়, প্রবাসীদের সঙ্গে নতুন করে আত্মার সংযোগ গড়ে তোলার সুযোগ হয়ে ওঠে—এটাই চাই,” বলেন বাপ্পা।
এ ট্যুরে বাপ্পা মজুমদার তার ব্যান্ড দলছুটের সব সদস্যকে নিয়ে যাচ্ছেন। দলছুটের বর্তমান লাইনআপে রয়েছেন— বাপ্পা মজুমদার (ভোকাল), মাসুম ওয়াহিদুর রহমান (গিটার), জন শার্টন (বেজ গিটার), ডানো শেখ (ড্রামস), সোহেল আজিজ (কি-বোর্ড) এবং শাহান কবন্ধ (ম্যানেজার)।