নতুন নোট আসছে ১ জুন, ছবি প্রকাশ

আপডেট: May 29, 2025 |
boishakhinews24.net 1
print news

নতুন ও আধুনিক ডিজাইনের ১০০০, ৫০ এবং ২০ টাকার ব্যাংক নোট আগামী ১ জুন থেকে বাজারে ছাড়ছে বাংলাদেশ ব্যাংক।

গভর্নর ড. আহসান এইচ মনসুরের স্বাক্ষরিত এসব নোট প্রাথমিকভাবে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে ইস্যু করা হবে, যা পরে অন্যান্য শাখা অফিস থেকেও পাওয়া যাবে।

বৃহস্পতিবার (২৯ মে) বাংলাদেশ ব্যাংকের কমিউনিকেশনস অ্যান্ড পাবলিকেশন্স বিভাগ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১ জুন থেকে নতুন নোট বাজারে ছাড়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, নতুন নোটগুলোর পাশাপাশি বর্তমানে প্রচলিত সব কাগুজে নোট ও ধাতব মুদ্রা আগের মতোই বৈধ ও চলমান থাকবে।

Share Now

এই বিভাগের আরও খবর