ইশরাকের শপথ নিয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন: আপিল বিভাগ

আপডেট: May 29, 2025 |
inbound8011340890465581007
print news

বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে শপথ পড়ানো হবে কি না—সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার (২৯ মে) প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে আপিল বিভাগের সাত সদস্যের বেঞ্চ এই পর্যবেক্ষণ দেন।

এর আগে, ইশরাকের শপথ স্থগিত চেয়ে করা একটি রিট খারিজের বিরুদ্ধে আপিল শুনানির জন্য দিন ধার্য করা হয়েছিল। সেই শুনানিতেই আপিল বিভাগ এই সিদ্ধান্ত জানায়।

আদালতে ইশরাকের পক্ষে ছিলেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। রিটকারীর পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ হোসেন এবং রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মাহফুজুর রহমান মিলন।

২০২০ সালের ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে বিএনপির প্রার্থী ইশরাক হোসেন আওয়ামী লীগের প্রার্থী শেখ ফজলে নূর তাপসের কাছে পরাজিত হন। তবে প্রায় তিন বছর পর, ২০২৪ সালের ২৭ মার্চ একটি নির্বাচনি ট্রাইব্যুনাল ওই ফলাফল বাতিল করে ইশরাককে বৈধ মেয়র ঘোষণা করে।

এই রায়ের পর নির্বাচন কমিশন গেজেট প্রকাশে দেরি করলে ইশরাকপন্থীরা আপত্তি জানান। পরে ২৭ এপ্রিল কমিশন গেজেট প্রকাশ করে ইশরাককে মেয়র হিসেবে ঘোষণা দেয়।

তবে এরপরই গেজেট ও শপথ নিয়ে আইনি টানাপোড়েন শুরু হয়। ডিএসসিসির এক বাসিন্দা হাইকোর্টে রিট করে শপথ বন্ধের দাবি জানান। হাইকোর্ট রিটটি খারিজ করে দিলে ওই আদেশের বিরুদ্ধে আপিল করা হয়। আপিল বিভাগ সেই আপিলে জানায়, এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার এখন নির্বাচন কমিশনের।

এদিকে ইশরাককে মেয়র পদে দায়িত্ব দেওয়ার দাবিতে ডিএসসিসি নগর ভবনে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন সিটি করপোরেশনের কিছু কর্মকর্তা-কর্মচারী। মূল ফটকে তালা লাগিয়ে অফিস কার্যক্রম বন্ধ রেখেছেন তারা।

Share Now

এই বিভাগের আরও খবর