মেহজাবীন -রাজীব তারকা দম্পতির ভিডিওতে ভালবাসা প্রকাশ


কান চলচ্চিত্র উৎসবে প্রথমবারের মতো বাংলাদেশের ইতিহাস— এ যেন স্বপ্নের মতোই শোনায়। আর সেই স্বপ্নকে বাস্তবের পর্দায় রূপ দিয়েছেন নির্মাতা আদনান আল রাজীব। তার নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আলী’ ৭৮তম কান চলচ্চিত্র উৎসবে পেয়েছে বিচারকদের বিশেষ সম্মাননা (স্পেশাল মেনশন)।
প্রাপ্তির এই অনন্দের মুহূর্তে আদনান আল রাজীবের সঙ্গে রয়েছেন তার স্ত্রী অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। কান চলচ্চিত্র উৎসবের পর্দা নামলেও তারা এখনো ফ্রান্সে অবস্থান করছেন। বিভিন্ন স্থানে ঘুরে বেড়াচ্ছেন। তারেই স্থিরচিত্র ও ভিডিও নিজেদের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করছেন এই তারকা দম্পতি।
আদনান আল রাজীব তার ফেসবুকে একটি রিলস ভিডিও শেয়ার করেছেন। তাতে দেখা যায়, একেবেঁকে বয়ে গেছে চমৎকার রাস্তা। দুই পাশে বিভিন্ন পণ্যের শো রুম। নীরবে বয়ে যাওয়া রাস্তায় হাতে হাত রেখে হাঁটছেন মেহজীবন-আদনান আল রাজীব। মাঝে মধ্যে হাত ছেড়ে দিয়ে শো রুমের দিকে ছুটে যাচ্ছেন মেহজাবীন।
কিন্তু আদনান কোনোভাবে শো রুমে ঢুকতে দিচ্ছেন না। কখনো শো রুমে ঢুকে গেলেও টেনে-হিঁছড়ে বের করে নিয়ে আসছেন আদনান। অর্থাৎ মেহজাবীন কেনাকাটা করতে চাচ্ছেন কিন্তু বর আদনান রাজি নন। এ নিয়ে অনেকটা চোর-পুলিশ খেলার মতো আনন্দে মেতেছেন তারা। এ ভিডিওর ক্যাপশনে আদনান আল রাজীব লেখেন, “লাইফ আপডেট।”
প্রিয় তারকাদের এমন কর্মকাণ্ড করতে দেখে ভীষণ আনন্দ পেয়েছেন ভক্ত-অনুরাগীরা। নিশাত লেখেন, “প্রত্যেক স্বামী-স্ত্রীর গল্প এটি।” তানভীর লেখেন, “চার্লি চ্যাপলিন বাংলা ভার্সন।” নাজমুল ইসলাম লেখেন, “চার্লি চ্যাপলিন, মেহজাবীন ভার্সন।” জাহানারা লেখেন, “এটার অর্থ সব স্বামীই এমন।” শ্রাবন্তী লেখেন, “এটাই দাম্পত্য জীবন।” কেউ কেউ আদনান-মেহজাবীনকে ‘মিস্টার বিন ও মিসেস বিন’ বলে মন্তব্য করেছেন। এমন অসংখ্য মন্তব্য ভেসে বেড়াচ্ছে অন্তর্জালে।
তাছাড়াও মেহজাবীন চৌধুরীর ৯টি ছবি একটি পোস্টে শেয়ার করেছেন আদনান আল রাজীব। তাতে বিভিন্ন লুকে দেখা যায় জনপ্রিয় এই অভিনেত্রীকে। এসব ছবির ক্যাপশনে আদনান আল রাজীব লেখেন, “আমার হৃদয়টা এখানে।”
আদনান-মেহজাবীন প্রেম করে বিয়ে করেছেন। যদিও তারা সম্পর্কের কথা বিয়ের আগে স্বীকার করেনিনি। বলা যায়, এ জুটির প্রেমের গল্প বেশ সিনেমাটিক। দীর্ঘ ১৩ বছর প্রেম করে গত ১৪ ফেব্রুয়ারি বিবাহবন্ধনে আবদ্ধ হন এই যুগল। দাম্পত্য জীবনে দারুণ সময় পার করছেন তারা।