গোয়াইনঘাটে লুনীর হওর জামে মসজিদের উদ্বোধন

আপডেট: May 31, 2025 |
inbound1328889789583147045
print news

ফাহিম আহমদ, সিলেট জেলা প্রতিনিধি: গোয়াইনঘাট উপজেলার লুনী হাওর এলাকায় অবস্থিত ঐতিহ্যবাহী লুনী হাওর জামে মসজিদের নবনির্মিত ভবনের উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার পবিত্র জুমার নামাজের সময় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হন যুক্তরাষ্ট্র প্রবাসী বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ছোরাব আলী।

মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ সাবুল হোসেনের সভাপতিত্বে, মসজিদের ইমাম ও খতিব মাওলানা নাজিম উদ্দীনের সঞ্চালনায় দোয়া মাহফিল পূর্ব আলোচনা সভায় সম্মানিত অতিথির বক্তব্য রাখেন- বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বাংলাদেশ বেতারের সিলেট জেলা সংবাদদাতা ও সাবেক বৃহত্তর পশ্চিম জাফলং ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এম এ রহিম, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক আলোকিত সিলেটের ভারপ্রাপ্ত সম্পাদক গোলজার আহমদ হেলাল, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম সাইফুর রহমান তালুকদার, মসজিদ দাতার প্রতিনিধি মো. সুজন উদ্দিন খান, গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা গোলাম আম্বিয়া কয়েছ, সদর পরগনা মাদ্রাসার মুহতামিম মাওলানা মোস্তাক আহমদ, মদিনাতুল কালিজুরি মাদ্রাসার মুহতামিম মাওলানা সেলিম উদ্দিন ও স্থানীয় ইউপি সদস্য তাজ উদ্দিন।

সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা বলেন, মসজিদ আল্লাহ তায়ালার ঘর। এটির উন্নয়ন ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমাদের সকলের।

সমাজের বিত্তবানদের নিজ নিজ অবস্থান থেকে ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে এগিয়ে আসতে হবে
উল্লেখ্য, নির্মিত নতুন মসজিদ ভবনটিতে একসঙ্গে প্রায় ৫০০ মুসল্লি নামাজ আদায় করতে পারবেন।

ভবিষ্যতে এখানে একটি হিফজখানা ও ইসলামী পাঠাগার স্থাপনের পরিকল্পনার কথাও জানিয়েছেন মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক।

এলাকাবাসী মনে করেন, প্রবাসীদের পাশাপাশি স্থানীয় সমাজসেবক ও দানশীল ব্যক্তিদের এমন উদ্যোগ ধর্মীয় ও সামাজিক অগ্রগতিকে আরও বেগবান করবে।

Share Now

এই বিভাগের আরও খবর