বগুড়ায় ইয়াবাসহ তিন পুলিশ ও এক আনসার সদস্য গ্রেফতার

আপডেট: May 31, 2025 |
inbound1174637589574455291
print news

শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ায় ৮৫০ পিস ইয়াবা ট্যাবলটসহ তিন পুলিশ ও এক আনসার সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শুক্রবার তাঁদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে ২৯মে (বৃহস্পতিবার)সন্ধ্যা থেকে রাত ১১টা পর্যন্ত বগুড়া জেলা শহরের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাঁদেরকে গ্রেফতার করা হয়।

বগুড়া পুলিশ সুপার জেদান আল মুসা এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃতরা হলেন- বগুড়া পুলিশ লাইন্সে কর্মরত নায়েক আব্দুল আলীম(৩৩) জয়পুরহাট ট্রাফিকে কর্মরত কনস্টেবল সাখাওয়াত হোসেন(৩৭), রাজশাহী রেঞ্জ রিজার্ভ ফোর্সের( আরআরএফ) আব্দুল ওয়াহাব(৪০) এবং শফিপুর আনসার একাডেমির ব্যাটালিয়ন আবসার সদস্য আবু সুফিয়ান(৪২)।

পুলিশ সূত্রে জানা যায়,গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে বগুড়া জেলা গোয়েন্দা পুলিশের একটি দল জানতে পারে শহরের সাতমাথা এলাকায় একাত্তর আবাসিক হোটেলের সমানে তিনজন ব্যক্তি ইয়াবা ট্যাবলেট বিক্রির জন্য অপেক্ষা করছেন।

গোয়েন্দা পুলিশের একটি দল সেখানে পৌঁছিলে সন্দেহভাজন তিনজন পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাঁদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারেরে আনসার সদস্য আবু সুফিয়ানের ব্যাগ তল্লাশি করে ৭০০ ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

এ সময় আবু সুফিয়ান গোয়েন্দা পুলিশকে জানান,কনস্টেবল সাখাওয়াত হোসেন ও আব্দুল ওয়াহাব ইয়াবা ট্যাবলেট বিকি করে বিকাশে টাকা নেন।

পরে কনস্টেবল সাখাওয়াত হোসেনের বিকাশ নম্বর চেক করে ২৭ হাজার টাকার লেনদেন দেখা যায়। তাঁরা আরও জানান, বগুড়ায় কর্মরত পুলিশের নায়েক আব্দুল আলীম তাঁদের কাছ থেকে কিছুক্ষণ আগে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট কিনে নিয়ে গেলেন।

পরে তাঁকে শবরের নবাববাড়ি সড়কের পুলিশ প্লাজার সামনে থেকে আটক করা হয়। তার হাতে থাকা ব্যাগ তল্লাশি করে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।

আটক ৪জনের মধ্যে নায়েক আব্দুল আলীমকে তাৎক্ষণিক বগুড়া পুলিশ লাইন্স কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয় এবং অপর তিন জনকে গোয়েন্দা পুলিশের হেফাজতে নেওয়া হয়।

রাত সাড়ে ১০টার দিকে শহরের মাটিডালী এলাকায়,দায়িত্ব পালনকালে গোয়েন্দা পুলিশ নায়েক আব্দুল আলীমকে আটক করে।

পরে এর পর বগুড়া জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক(এসআই) আব্দুল কুদ্দুস বাদী হয়ে ৪জনের নামে বগুড়া সদর থানায় একটি মামলা করেন।

বগুড়া পুলিশ সুপার জেদান আল মুসা বলেন,প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, কনস্টেবল সাখাওয়াত হোসেন, আব্দুল ওয়াহাব ও আনসার সদস্য আবু সুফিয়ানের বাড়ি বগুড়া জেলার সোনাতলা ও সারিয়াকান্দি উপজেলায়।

নায়েক আব্দুল আলীমের বাড়ি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়ায়।

আনসার সদস্য আবু সুফিয়ান বিগত সরকারের আমলে সমাজকল্যাণমন্ত্রীর বাসভবনে ডিউটি করতেন,কনস্টেবল সাখাওয়াত হোসেন বঙ্গভবনে ডিউটি করতেন।

অপর দুজন ঢাকা মেট্রোপলিটন পুলিশে কর্মরত ছিলেন।

তাঁরা একে অপরের সঙ্গে পূর্বপরিচিত এবং ঢাকায় বিভিন্ন অপরাধমূলক কাজের সঙ্গে জড়িত ছিলেন।

৫ আগস্টের পর ৪জন চার জেলায় বদলি হলেও তাঁদের মধ্যে যোগাযোগ ছিল এবং তাঁরা মাদক কারবার করতেন।

পুলিশ সুপার আরও জানান, তাঁদের অপরাধের দায় বাহিনী নেবে না। তাদেরকে গ্রেফতার করে মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর