সিলেট জেলা মহিলা দলের দোয়া মাহফিল

আপডেট: May 31, 2025 |
inbound8919734047912082815
print news

ফাহিম আহমদ, সিলেট জেলা প্রতিনিধি: বিএনপির প্রতিষ্ঠাতা ও মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল করেছে সিলেট জেলা মহিলা দল।

শুক্রবার বিকেলে সিলেট নগরীর উপশহর এলাকায় এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সিলেট জেলা মহিলা দলের দলের ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা বিএনপির মহিলা বিষয়ক সম্পাদক তাহসিন শারমিন তামান্নার সভাপতিত্বে, সিলেট জেলা বিএনপির সহ মহিলা বিষয়ক সম্পাদক ও জেলা মহিলা দলের দপ্তর সম্পাদক সুলতানা রহমান দিনা’র সঞ্চালনায় দোয়া মাহফিল পূর্ব সংক্ষিপ্ত আলোচনায় অংশগ্রহণ করেন- সিলেট জেলা মহিলা দল নেত্রী নুরুন্নাহার ইয়াসমিন, বিলকিস আত্তার, জলি পুরকায়স্থ, জান্নাত জামান চৌধুরী, রুজিনা বেগম, রিমা বেগম, রোমানা বেগম, সায়রা বেগম, শাপলা বেগম প্রমূখ।

সভাপতির বক্তব্যে সিলেট জেলা মহিলা দলের দলের ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা বিএনপির মহিলা বিষয়ক সম্পাদক তাহসিন শারমিন তামান্না বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় মেজর জিয়ার ঘোষণার মধ্যদিয়ে দেশের সর্বস্তরের মানুষ মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল।

সম্মুখ সমরে সশস্ত্র যুদ্ধ করে দেশকে শত্রুমুক্ত করেছিলেন। দেশের ক্রান্তিলগ্নে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়েছিলেন। মাত্র অল্পদিনের মধ্যেই দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়েছিলেন।

কিন্তু কিছু বিপথগামী সেনাকর্মকর্তা দেশের সেই অগ্রগতিকে থামিয়ে দিয়েছিল।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের ইতিহাসের সর্বকালের সর্বশ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক। শহীদ জিয়া ও বাংলাদেশ একই সূত্রে গাঁথা।

সিলেট জেলা বিএনপির সহ মহিলা বিষয়ক সম্পাদক ও জেলা মহিলা দলের দপ্তর সম্পাদক সুলতানা রহমান দিনা বলেন, বিগত ১৭ বছর মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে দেশের সকল ইতিহাসকে বিকৃত করা হয়েছে।

পাঠ্যপুস্তক সহ সর্বক্ষেত্র থেকে শহীদ জিয়ার মুছে দেয়ার চেষ্টা করেছে। কিন্তু তারা সফল হয়নি, ইতিহাস তার নিজস্ব গতিতে চলে।

শহীদ জিয়া বেঁচে আছেন দেশের ১৮ কোটি মানুষের হৃদয়ে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বাংলাদেশ সমার্থক।

সংক্ষিপ্ত আলোচনা শেষে বিএনপির প্রতিষ্ঠাতা ও মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বিশিষ্ট ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকোর আত্মার মাগফেরাত কামনা, বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করে মোনাজাত করা হয়।

Share Now

এই বিভাগের আরও খবর