সারিয়াকান্দিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাত বার্ষিকী পালিত

আপডেট: May 31, 2025 |
inbound8518490372058617998
print news

মামুন মিয়া,সারিয়াকান্দি প্রতিনিধি: বগুড়ার সারিয়াকান্দিতে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে মহান স্বাধীনতার ঘোষক,বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, আধুনিক বাংলাদেশের স্থপতি বীরউত্তম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদতবার্ষিকী উপলক্ষে শুক্রবার (৩০ মে) সকালে দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ ও কালো ব্যাচ ধারন করা হয় এবং বিকেলে উপজেলা বিএনপির সভাপতি এ্যাড. নুর এ-আজম বাবুর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির উপদেষ্টা নুরুল ইসলাম বাদশা, উপজেলা বিএনপির সহ-সভাপতি সাদেক মোহাম্মদ আজিজ লাবলু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আতাউর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম ফুল, সাংগঠনিক সম্পাদক শ্যামল মাহমুদ, পৌর বিএনপির সভাপতি সাহাদৎ হােসেন সনি, পৌর বিএনপি’র সহ-সভাপতি মুজাহিদুল ইসলাম পলাশ, জহুরুল ইসলাম নেদো, ইউনুস আলী মন্ডল, পৌর বিএনপির সাধারণ সম্পাদক এ্যাড. শরিফুল ইসলাম হিরা, পৌর বিএনপির সাংগঠনিক তাহেরুল ইসলাম পাঞ্জাব, উপজেলা যুবদলের আহ্বায়ক মহিদুল ইসলাম মুন্সি, উপজেলা শ্রমিক দলের সভাপতি জহুরুল ইসলাম ঠান্ডা, উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিলন, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান খোকন, উপজেলা জাসাসের সাংগঠনিক সম্পাদক দেলোয়ার জাহান ঝন্টু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মাসুদুর রহমান রিবন, পৌর জাসাসের সভাপতি আব্দুল মমিন, পৌর শ্রমিক দলের সভাপতি বিপ্লব হোসেন, সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম মন্ডল, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক লুৎফর রহমান বাঁধন, উপজেলা ছাত্রদলের সভাপতি নজরুল ইসলাম নিশান সহ উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এর আগে কেন্দ্রীয় জামে মসজিদে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে এবং তাহার পরিবারের সকলের জন্য দোয়া চেয়ে বিশেষ মোনাজাত করা হয়।

Share Now

এই বিভাগের আরও খবর