শুধু বিএনপি নয়, ৫২ দল ডিসেম্বরেই নির্বাচন চায়: খন্দকার মোশাররফ

আপডেট: June 1, 2025 |
inbound6145624795726038153
print news

শুধুমাত্র বিএনপি নয়, দেশের ৫২টি রাজনৈতিক দল চলতি বছরের ডিসেম্বরেই সংসদ নির্বাচন চায় বলে জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন।

রোববার (০১ জুন) দুপুরে এক আলোচনা সভায় জাপানের নিক্কেই এশিয়া ফোরামে প্রশ্নোত্তর পর্বে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের দেওয়া বক্তব্যের প্রসঙ্গ টেনে এ কথা বলেন তিনি।

খন্দকার মোশাররফ হোসেন বলেন, আমরা প্রস্তাব করেছি যে, নির্বাচন যদি ডিসেম্বর মাসে অনুষ্ঠিত হয়, তাহলে তা নির্বাচন কমিশনের জন্যও সুবিধাজনক হবে, সরকারের জন্যও সহজ হবে এবং জনগণের অংশগ্রহণও নিশ্চিত করা যাবে।

আমরা আমাদের যুক্তিগুলো উপস্থাপন করেছি। যদি সরকারের ভিন্ন কোনো যুক্তি থাকে, তাহলে তা স্পষ্টভাবে তুলে ধরুক এবং দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণা করুক।

তিনি বলেন, সরকার বিদেশে গিয়ে বলছেন শুধুমাত্র বিএনপি নির্বাচন চায়, এটা সঠিক না।

আপনারা আজকে পত্র-পত্রিকায় দেখেছেন- ৫২টি দল একত্রিত হয়ে ডিসেম্বরে নির্বাচন চায়। নির্বাচন চাওয়া সেই দলগুলোর নাম, নেতাদের নাম, তাদের বক্তব্য পত্রিকায় প্রকাশিত হয়েছে।

প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে এক আলোচনা সভার আয়োজন করে সম্মিলিত পেশাজীবী পরিষদ।

সভায় সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন। সঞ্চালনায় ছিলেন সদস্য সচিব কাদের গণি চৌধুরী।

আলোচনা সভায় বক্তব্য রাখেন- অধ্যাপক আবদুল লতিফ মাসুম, অধ্যাপক শামসুল আলম সেলিম, ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের আনহ আখতার হোসেন, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল একেএম শামসুল ইসলাম শামস, এমবিএ অ্যাসোসিয়েশনের সৈয়দ আলমগীর, শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের সেলিম ভুঁইয়া ও জাকির হোসেন, জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল, এগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশনের শামীমুর রহমান শামীম, ঢাকা সাংবাদিক ইউনিয়নের একেএম মহসিন ও রাশেদুল হক, এবং জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের অ্যাডভোকেট আবেদ রেজা প্রমুখ।

Share Now

এই বিভাগের আরও খবর