বগুড়ায় অস্বাস্থ্যকর পরিবেশ ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয়ের দায়ে তিন প্রতিষ্ঠানে জরিমানা

আপডেট: June 1, 2025 |
inbound8889699736215343650
print news

শাহজাহান আলী,বগুড়া জেলা প্রতিনিধিঃ অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সংরক্ষণ ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয়ের দায়ে বগুড়ার তিনটি খাদ্য ব্যবসায়ী প্রতিষ্ঠানকে মোট ৯৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

১লা জুন (রোববার) দুপুরে বগুড়ার শেরপুর উপজেলায় অভিযান চালিয়ে তিনটি প্রতিষ্ঠানকে এ জরিমানা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন বগুড়া ভোক্তা অধিকারের সহকারী পরিচালক মেহেদী হাসান। এ সময় জেলা নিরাপদ খাদ্য অফিসার মোঃ রাসেল, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও জেলা পুলিশের একটি টিম অভিযানে সহায়তা করেন।

ভোক্তা অধিকার বগুড়ার সহকারী পরিচালক মেহেদী হাসান জানান, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সংরক্ষণ ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয়ের দায়ে বৈকালি দই- মিষ্টি ঘরকে ৫০ হাজার শৈলী ফুড পার্ক এন্ড চাইনিজকে ৪০ হাজার এবং দই মেলাকে ৩ হাজারসহ সর্বোমোট ৯৩ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়।

তিনি আরও জানান, অবৈধ খাদ্য ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং জনগণের স্বাস্থ্য সুরক্ষায় জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট বিভাগগুলি কার্যকর ভূমিকা পালন করবে।

Share Now

এই বিভাগের আরও খবর