জয়পুরহাটে ৩৫০ কৃষক-কৃষাণীর মাঝে ব্র্যাক হাইব্রিড ধান-১০ বীজ বিতরণ

আপডেট: June 1, 2025 |
inbound5235914841552096827
print news

জয়পুরহাট প্রতিনিধিঃ জয়পুরহাট প্রান্তিক ৩৫০ জন কৃষক-কৃষাণীদের মাঝে ব্র্যাক হাইব্রিড ১০ ধান বীজ বিতরণ করা হয়েছে।

বিকেলে সদর ব্রাক এলাকা অফিসে ব্রাক মাইক্রো ফাইন্যান্স দাবি কর্মসূচির উদ্যোগে এ বীজ বিতরণ করা হয়।

ব্র্যাক জেলা সমন্বয়ক আরিফুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব বীজ বিতরণ করেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা রাফসিয়া জাহান।

এসময় উপস্থিত ছিলেন ব্র্যাক সিড এন্ড এগ্রো এন্টারপ্রাইজ এর টেরিটরি সেলস অফিসার জহুরুল ইসলাম, ব্র্যাকের আঞ্চলিক ব্যবস্থাপক (দাবি) ইন্দ্রজিৎ কুমার পালসহ এলাকার ব্যবস্থাপক দাবি ও শাখা ব্যবস্থাপকগণ।

ব্র্যাক সিড এন্ড এগ্রো এন্টারপ্রাইজ এর টেরিটরি সেলস অফিসার জহুরুল ইসলাম ব্র্যাকের বিভিন্ন বীজ সম্পর্কে তাদের পূর্ণাঙ্গ ধারণা প্রদান করেন এবং বীজ কিভাবে ডিলারদের কাছে থেকে সংগ্রহ করবেন তার সার্বিক পরামর্শ প্রদান করেন।

প্রধান অতিথি কৃষকদের ব্রাক ও তাদের আমন বীজ সম্পর্কে ধারণা প্রদান করেন। এছাড়াও কিশোরদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে একটি সংক্ষিপ্ত প্রশিক্ষণ সেশণ পরিচালনা করেন।

যাতে তারা সঠিকভাবে ব্যবহার করতে পারেন একই সঙ্গে কৃষকদের মাইক্রো ফাইনান্স এর শস্য নিরাপত্তা বীমা করে ঝুকিয়ে পরামর্শ প্রদান করেন ও উক্ত কার্যক্রম পরিচালনার জন্য ব্র্যাক মাইক্রো ফাইন্যান্স কর্মসূচি কে ধন্যবাদ জ্ঞাপন করেন।

উপস্থিত ৬০ জন কৃষক কৃষানের মাঝে বীজ বিতরণ এর উদ্বোধন করেন।

Share Now

এই বিভাগের আরও খবর