বিচ্ছেদের খবর একেবারেই ভিত্তিহীন ও মিথ্যা : সারিকা


গ্ল্যামার জগতের পরিচিত মুখ সারিকা সাবরিন। মডেলিং ও অভিনয়ে দীর্ঘ সময়ের সাফল্যে তিনি হয়ে উঠেছেন দর্শকদের প্রিয়। সম্প্রতি তাকে ঘিরে গুঞ্জন উড়ছে— পরকীয়ায় জড়িয়েছেন এই অভিনেত্রী!
এই গুজবের সূত্র ধরে শোনা যাচ্ছে, তার দ্বিতীয় সংসারও নাকি ভাঙনের মুখে। স্বামী আহমেদ রাহীর সঙ্গে সম্পর্কের টানাপড়েনের কথা অনেকদিন ধরেই কানাঘুষা চলছিল। এবার যোগ হয়েছে গুলশানের এক কেমিক্যাল ব্যবসায়ীর সঙ্গে পরকীয়া সম্পর্কের অভিযোগ।
এতদিন গুজব নিয়ে চুপ থাকলেও, এবার নীরবতা ভাঙলেন সারিকা। স্পষ্ট ভাষায় জানালেন, “চার বছর ধরে আমরা একসঙ্গে আছি, এক রাতও আলাদা থাকিনি।”
তার ভাষ্য, “অনেক দম্পতির মতো আমাদের মাঝেও ছোটখাটো ঝগড়া বা খুনসুটি হয়েছে। তবে কখনোই সম্পর্কে ফাটল ধরেনি। আর সেইসব মুহূর্ত আমরা বহু আগেই পার করে এসেছি।”
সারিকা সরাসরি জানিয়েছেন, পরকীয়া বা বিচ্ছেদের খবর একেবারেই ভিত্তিহীন ও মিথ্যা। এ অভিনেত্রী বলেন, “এই গুজব কোথা থেকে এল, কে ছড়াল—তা যদি জানতাম, তাহলে সহজেই এর সমাধান করতাম।”
পরকীয়ার মতো স্পর্শকাতর অভিযোগ শুনে চমকে উঠেন সারিকা। তিনি বলেন, “আমি তো স্বামী-সন্তানকে নিয়ে গাড়ি করে ঘুরতে বের হয়েছিলাম, সেখানেই এমন খবর শুনে চমকে উঠলাম!”
২০২২ সালের ফেব্রুয়ারিতে সারিকা দ্বিতীয়বার বিয়ে করেন আহমেদ রাহীকে। বিয়ে হয় দুই পরিবারের সম্মতিতে। এর আগে ২০১৪ সালে ব্যবসায়ী মাহিম করিম খানের সঙ্গে তার প্রথম বিয়ে হয়। সেই সংসারে একটি কন্যাসন্তান রয়েছে। তবে ২০১৬ সালে তাদের বিচ্ছেদ হয়।