বিকেলে রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

আপডেট: June 2, 2025 |
inbound3267111823526660207
print news

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আজ সোমবার (২ জুন) বিকেলে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় দফার বৈঠকে বসবেন। এতে চলমান রাষ্ট্র সংস্কার প্রক্রিয়া নিয়ে আলোচনা হবে।

গতকাল রোববার (১ জুন) রাজধানীতে আয়োজিত এক মিডিয়া ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানান।

তিনি বলেন, সোমবার (২ জুন) বিকেল সাড়ে ৪টায় ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে অংশ নেবেন। এতে সংস্কার প্রক্রিয়ার সঙ্গে যুক্ত সব রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হয়েছে।

আবুল কালাম আজাদ মজুমদার আরও বলেন, “এই সংলাপের মাধ্যমে জুলাই সনদ ঘোষণার চূড়ান্ত পর্যায়ে পৌঁছানো সম্ভব হবে বলে আমরা আশাবাদী। ধারাবাহিকভাবে সংলাপ চলবে, ঈদের আগে ও পরে আরও দু-একটি বৈঠক অনুষ্ঠিত হবে।”

মিডিয়া ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এবং সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ।

এর আগে, ১৯ মে প্রধান উপদেষ্টার নেতৃত্বাধীন জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর প্রথম দফার আলোচনা অনুষ্ঠিত হয়। ওই বৈঠকগুলোতে অন্তর্বর্তী সরকারের গৃহীত রাষ্ট্র সংস্কার উদ্যোগ নিয়ে জাতীয় ঐকমত্য গড়ে তোলার চেষ্টা করা হয়।

উল্লেখ্য, গত বছরের অক্টোবরে সংবিধান, নির্বাচনব্যবস্থা, জনপ্রশাসন, বিচার বিভাগ, দুর্নীতি দমন কমিশন ও পুলিশ সংস্কার কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার।

চলতি বছরের ফেব্রুয়ারিতে এসব কমিশন পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দেয়। পরে ১৫ ফেব্রুয়ারি জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠার লক্ষ্যে গঠিত হয় জাতীয় ঐকমত্য কমিশন।

Share Now

এই বিভাগের আরও খবর