ঈদের দিন বৃষ্টি হতে পারে দেশের যেসব এলাকায়

আপডেট: June 6, 2025 |
inbound2150116203362268967
print news

সারা দেশে কয়েক দিন ধরেই ঝড়-বৃষ্টি চলছে। এর মধ্যেই সামনে ঈদুল আজহা। এই সময়ে এমন আবহাওয়া নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন সবাই। আবহাওয়া অধিদফতর জানিয়েছে, আগামী পাঁচ দিনও বৃষ্টি ও ঝড়ের সম্ভাবনা রয়েছে।

শুক্রবার (৬ জুন) সকালে দেওয়া পূর্বাভাসে জানানো হয়, মৌসুমি বায়ু এখন বাংলাদেশে কম সক্রিয় এবং বঙ্গোপসাগরের ওপর দুর্বল অবস্থায় আছে। ফলে দেশের অনেক এলাকায় বৃষ্টি হতে পারে।

যেসব দিন বৃষ্টি হতে পারে:

শুক্রবার (৬ জুন): বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে কিছু জায়গায়, আর ঢাকা, খুলনা, রংপুর, রাজশাহী ও ময়মনসিংহে দু-এক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে।

ঈদের দিন শনিবার (৭ জুন): ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেটে কিছু কিছু জায়গায় বৃষ্টি হতে পারে। আর দেশের অন্যান্য বিভাগে দু-এক জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

রোববার (৮ জুন): চট্টগ্রাম ও সিলেটের কিছু জায়গায় বৃষ্টি হতে পারে। অন্য জায়গায় আবহাওয়া থাকবে মেঘলা ও শুষ্ক।

সোমবার (৯ জুন): চট্টগ্রামে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি দেশে আবহাওয়া থাকবে সাধারণভাবে শুষ্ক।

মঙ্গলবার (১০ জুন): চট্টগ্রাম ও সিলেট বিভাগে দু-এক জায়গায় বৃষ্টি হতে পারে। অন্য জায়গাগুলোতে আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

পাঁচ দিনের বর্ধিত পূর্বাভাসে বলা হয়েছে, এই সময়ে বৃষ্টির প্রবণতা বাড়তে পারে এবং তাপমাত্রা কিছুটা কমে যেতে পারে।

কী হতে পারে সমস্যা:

ঈদের সময় এই ঝড়-বৃষ্টি কোরবানির প্রস্তুতি, পশু পরিবহন ও ঈদযাত্রায় সমস্যার কারণ হতে পারে। তাই আগে থেকেই সাবধানতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন আবহাওয়া বিশ্লেষকরা।

Share Now

এই বিভাগের আরও খবর