শেষ মুহূর্তে জমে উঠেছে পশুর হাট

আপডেট: June 6, 2025 |
inbound7167858337290618231
print news

রাত পোহালেই ঈদুল আজহা। শেষ মুহূর্তে রাজধানীর কোরবানির হাটগুলোতে চলছে জমজমাট বেচাকেনা। শুক্রবার সকাল থেকেই গাবতলীসহ বড় হাটগুলোতে ছোট ও মাঝারি গরুর সংকট দেখা দিয়েছে। নির্ধারিত জায়গাগুলো সকালেই খালি হয়ে গেছে, ফলে অনেক ক্রেতাই কাঙ্ক্ষিত পশু পাচ্ছেন না।

দেশের বিভিন্ন প্রান্ত থেকে নতুন পশু আনা হলেও চাহিদা অনুযায়ী সরবরাহ মেলেনি। বিক্রেতারা জানাচ্ছেন, ছোট-মাঝারি গরুর চাহিদা বেশি, তবে বড় গরুর প্রতি আগ্রহ কম। কারণ, ৬ লাখ টাকার বেশি দামের পশু কিনতে আগ্রহী ক্রেতার সংখ্যা খুবই কম।

ক্রেতারা বলছেন, এখন আর সময় নেই, পছন্দ হলেই বাজেটের কাছাকাছি দামে গরু কিনে নিচ্ছেন। কেউ কেউ বলছেন, গত বছরের তুলনায় একই বাজেটে এবার কাঙ্ক্ষিত গরু পাচ্ছেন না।

খামারিরা বলছেন, বড় গরু পালন খরচসাপেক্ষ। কম দামে বিক্রি করলে লোকসান হবে। তাই শেষ পর্যন্ত অপেক্ষা করছেন কিছুটা ভালো দামের আশায়।

Share Now

এই বিভাগের আরও খবর