প্রধান উপদেষ্টার ঘোষণায় জাতির প্রত্যাশা পূরণ হয়নি: সালাহউদ্দিন

আপডেট: June 7, 2025 |
inbound7803608325691602136
print news

জাতীয় নির্বাচনের সময় ঘোষণা করলেও প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের বক্তব্যে “জাতির প্রত্যাশা পূরণ হয়নি”—এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

শুক্রবার রাতে প্রধান উপদেষ্টার জাতির উদ্দেশে দেওয়া ভাষণের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সালাহউদ্দিন বলেন, “প্রধান উপদেষ্টার ভাষণে জাতির প্রত্যাশা পূরণ হয়নি। আমরা রাত ৯টায় দলের স্ট্যান্ডিং কমিটির জরুরি বৈঠকে বসছি। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে এই বৈঠকে বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা হবে।”

তিনি আরও জানান, “আমরা যুগপৎ আন্দোলনের শরিক দলগুলো এবং অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে আলোচনার পর আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাব।”

এর আগে সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে অধ্যাপক ইউনূস বলেন, “বিচার, সংস্কার ও নির্বাচন সংক্রান্ত চলমান কার্যক্রম পর্যালোচনা করে আমি ঘোষণা করছি—আগামী জাতীয় নির্বাচন ২০২৬ সালের এপ্রিলের প্রথমার্ধের যেকোনো একটি দিনে অনুষ্ঠিত হবে।” তিনি জানান, এই ঘোষণার ভিত্তিতে নির্বাচন কমিশন সময়মতো নির্বাচনের বিস্তারিত রোডম্যাপ প্রকাশ করবে।

বিএনপিসহ বেশ কয়েকটি রাজনৈতিক দল ২০২৪ সালের ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন চেয়ে আসছে। অপরদিকে জামায়াতে ইসলামি সংসদ নির্বাচন এপ্রিলের মধ্যে চাইলেও আগে স্থানীয় নির্বাচনকে প্রাধান্য দিতে চায়।

এর আগে বিভিন্ন বক্তব্যে প্রধান উপদেষ্টা বলেন, নির্বাচন কবে হবে তা নির্ভর করবে প্রয়োজনীয় সংস্কারের অগ্রগতির ওপর। তাঁর ভাষায়, “সংক্ষিপ্ত সংস্কার প্রক্রিয়া সম্পন্ন হলে ডিসেম্বরেই নির্বাচন সম্ভব, আর ব্যাপক সংস্কার হলে জুনের মধ্যে নির্বাচন আয়োজন করা যাবে।”

কিন্তু শুক্রবারের ভাষণে তিনি স্পষ্ট করে দেন—ভোট হবে ২০২৬ সালের এপ্রিলের প্রথমার্ধে, যা বর্তমান রাজনৈতিক দাবিগুলোর চেয়ে পিছিয়ে গেছে বলে মন্তব্য করছেন বিশ্লেষকরা।

Share Now

এই বিভাগের আরও খবর