সীমান্তে পুশ ইন ও কোরবানির চামড়া পাচার রোধে কঠোর অবস্থানে বিজিবি

আপডেট: June 8, 2025 |
inbound7371982704251184977
print news

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুর চামড়া পাচার ও ‘পুশ ইন’ প্রতিরোধে সীমান্তে কঠোর অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (৭ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, সীমান্ত নিরাপত্তা ও দেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি ঈদকেন্দ্রিক চামড়া পাচার রোধে বাহিনীর সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে বিদেশি নাগরিকদের জোরপূর্বক বাংলাদেশে ঢুকিয়ে দেওয়ার (পুশ ইন) প্রচেষ্টা প্রতিহত করতেও বিজিবি কঠোর নজরদারি চালাচ্ছে।

ঈদের দিনেও সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে বিজিবির সদস্যরা নিয়মিত টহল ও নজরদারি কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।

Share Now

এই বিভাগের আরও খবর