এবার ট্রাম্পকে ইয়েমেনের আল-কায়েদা নেতার হুমকি

আপডেট: June 8, 2025 |
boishakhinews24.net 43
print news

ইয়েমেনের আল-কায়েদা শাখার বর্তমান নেতা সাদ বিন আতেফ আল-আউলাকি সম্প্রতি ৩০ মিনিটের এক ভিডিওবার্তায় যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ধনকুবের ইলন মাস্কসহ শীর্ষ মার্কিন কর্মকর্তাদের হুমকি দিয়েছেন।

আল-জাজিরা প্রকাশিত ওই ভিডিও বার্তায় আল-আউলাকি বলেন, “গাজায় যা হচ্ছে, তা সব রেডলাইন অতিক্রম করেছে। এখন প্রতিশোধ গ্রহণ বৈধ।” ভিডিওটিতে ট্রাম্প ছাড়াও ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং নিরাপত্তা দপ্তরের কর্মকর্তা পিট হেজসেথসহ বেশ কয়েকজন উচ্চপদস্থ মার্কিন নেতার ছবিও প্রদর্শিত হয়।

২০০৯ সালে গঠিত ইয়েমেনের আল-কায়েদা শাখা (আকাপ) ওসামা বিন লাদেনের মৃত্যুর পর সবচেয়ে সক্রিয় ও বিপজ্জনক সন্ত্রাসী সংগঠনগুলোর একটি হিসেবে বিবেচিত।

ইয়েমেন বিষয়ক বিশ্লেষক মোহাম্মেদ আল-বাশা বলেন, “এই ভিডিও যুক্তরাষ্ট্রের নীতিনির্ধারকদের মনে করিয়ে দিচ্ছে, গাজার যুদ্ধকালীন বাস্তবতায় ইয়েমেন এখনো প্রাসঙ্গিক ও সতর্কবার্তাদায়ক একটি এলাকা।”

Share Now

এই বিভাগের আরও খবর