শহীদের রক্তের অমর্যাদা হয়, এমন নির্বাচন চাই না: জামায়াত আমির

আপডেট: June 9, 2025 |
inbound3897878911570209579
print news

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জামায়াত সুন্দর ও সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা করে। শহীদদের রক্তের অমর্যাদা হয় এমন নির্বাচন দেখতে চায় না।

রোববার (৮ জুন) দুপুরে মৌলভীবাজারের কুলাউড়া পৌরসভা মিলনায়তনে পেশাজীবীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

এসময় জামায়াত আমির বলেন, কোনো দেশ আমাদের দেশের নির্বাচনে হস্তক্ষেপ করুক এটা কাম্য নয়। দেশ আমাদের সকলের। আমরা সবাই মিলে ভালো রাখতে চাই। আমরা কোনো বিভক্তি-বিভাজন চাই না। অতীতে যারা যা করেছেন তার শাস্তি পেয়েছেন এবং পাবেন।

নির্বাচন বিষয়ে কথা বলতে গিয়ে জামাত আমির ডা. শফিকুর রহমান বলেন, যারা জনগণের আকাঙ্খা পূরণে কাজ করবে আমি তাদের পিছনে ঘুরে ঘুরে সময় দিব। আমার আসন সারা দেশের তিনশো আসন। তবে কোন আসনে আমি নির্বাচন করবো সে সিদ্ধান্ত আমার দল দিবে আমি নই।

সাবেক আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে তিনি বলেন, বাংলাদেশের মানুষকে জীবন্ত কবর দিয়েছিল ফ্যাসিস্ট সরকার। তাই কেউ কথা বলেনি। সারাটা দেশ তছনছ হয়ে গিয়েছিলো তবুও তারা বলতো বাংলাদেশ উন্নত হচ্ছে।

বিচার বিভাগের কথা বলতে গিয়ে জামায়াত আমির বলেন, মানুষকে অন্যায়ভাবে হত্যা করে,অন্যায় ভাবে সাজানো আদালতের মাধ্যমে তারা ফাঁসিতে ঝুলাতো। আমাদেরকে বার বার রিমান্ডে নিয়ে জিজ্ঞাসা করতো ভবিষ্যত পরিকল্পনার কথা, আমরা বলতাম মানবিক বাংলাদেশের কথা।

বিভিন্ন পেশাজীবী প্রতিনিধিদের উদ্দেশ্যে করে আরও বলেন, আমি আপনাদের মতো সাধারণ একজন মানুষ। ন্যায়বিচার এর দাবি যার পাওনা সে ভাবে। যদি সৎ নেতৃত্ব আসে। তাহলে পাঁচ বছরে দেশ বদলে যাবে।

ডা. শফিকুর রহমান বলেন, আল্লাহ যার হাতে বাংলাদেশকে নিরাপদ রাখেন তার হাতেই যেনো এই দেশ যায়। মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের, সিলেট মহানগর আমির মো. ফখরুল ইসলাম, জেলা সেক্রেটারি ইয়ামির আলীসহ অন্যান্যরা।

Share Now

এই বিভাগের আরও খবর