নির্বাচনের ওয়াদা রক্ষা করতেই হবে: জামায়াত আমির


বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দেশের বর্তমান পরিস্থিতি ও আবহাওয়ার বিবেচনায় আগামী জাতীয় নির্বাচন এপ্রিলের পর না হওয়াই শ্রেয়। তবে প্রধান উপদেষ্টা জাতির কাছে যে সময়সূচি দিয়েছেন, তা যে কোনো মূল্যে রক্ষা করা উচিত।
সোমবার (৯ জুন) মৌলভীবাজারের বড়লেখা উপজেলা শহরে ইসলামী ব্যাংকের সামনে ঈদ পুনর্মিলনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা আমির মো. এমাদুল ইসলাম।
ডা. শফিক বলেন, “নির্বাচনের ওয়াদা রক্ষা করতেই হবে। নির্বাচন যেন অনিশ্চয়তার শিকার না হয়, সেদিকে সতর্ক থাকতে হবে। জনগণ যাতে স্বাধীনভাবে তাদের পছন্দের প্রার্থী ও দলকে ভোট দিতে পারে, সে জন্য সবাইকে পাহারাদারের ভূমিকা পালন করতে হবে।”
যুব ভোটারদের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, “অনেক তরুণ সাড়ে ১৫ বছর ধরে ভোট দিতে পারেনি। এখনো কারও বয়স না হলেও নির্বাচনের আগে হয়ে যাবে। তাই নির্বাচন কমিশনের উচিত, সিডিউল ঘোষণার আগেই এসব নতুন ভোটারদের ভোটাধিকার নিশ্চিত করা।”
তিনি বলেন, “এই যুবকরাই পূর্বে লড়াই করে সরকার গঠন করেছে। এখন তাদের ভোটাধিকার নিশ্চিত করাই তাদের ন্যায্য পুরস্কার হওয়া উচিত।”
প্রবাসীদের ভোটাধিকার প্রসঙ্গে জামায়াত আমির বলেন, “দেশের বাইরে থেকেও অনেক প্রবাসী আন্দোলনে অংশ নিয়েছেন, অনেকে এখনও জেলে। শুধু রেমিট্যান্স পাঠালে হবে না, তাদের ভোটার হিসেবেও সম্মান দিতে হবে।”
অর্থনীতির প্রসঙ্গে তিনি বলেন, “দেশের উন্নয়নে অর্থের প্রয়োজন থাকলেও কালো টাকার প্রয়োজন নেই। জামায়াতে ইসলামীর বিরুদ্ধে চাঁদাবাজি বা অপকর্মের অভিযোগ নেই। কারণ তারা ইসলামভিত্তিক আদর্শে বিশ্বাসী, তাদের মডেল হলো মদিনা রাষ্ট্র।”
তিনি আরও বলেন, “আমাদের দল আল্লাহভীরু, সংবিধান আল কোরআন, তাই অপরাধমূলক কোনো কর্মকাণ্ডে তারা জড়ায় না।”
সভায় স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।