ফোন নম্বর ছাড়াই মেসেজ ও কলের সুবিধা দেবে মাস্কের ‘এক্সচ্যাট’

আপডেট: June 11, 2025 |
inbound8424293967546606290
print news

মেসেজিং অ্যাপগুলোর আধিপত্যে নতুন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন ইলন মাস্ক। তাঁর নতুন উদ্যোগ ‘এক্সচ্যাট’ এখন আলোচনার কেন্দ্রবিন্দু।

হোয়াটসঅ্যাপের বিকল্প হিসেবে তৈরি এই প্রাইভেট কমিউনিকেশন টুলটি ব্যবহার করা যাবে ফোন নম্বর ছাড়াই।

‘এক্স’ প্ল্যাটফর্মের অংশ হিসেবে যুক্ত হওয়া এক্সচ্যাটের মূল লক্ষ্য হলো সর্বোচ্চ নিরাপত্তা ও গোপনীয়তা নিশ্চিত করা।

মাস্ক জানান, বিটকয়েন প্রযুক্তির মতো শক্তিশালী এনক্রিপশন এতে ব্যবহৃত হচ্ছে। অ্যাপটির উল্লেখযোগ্য ফিচারের মধ্যে রয়েছে স্বয়ংক্রিয়ভাবে বার্তা মুছে যাওয়া, ফোন নম্বর ছাড়াই অডিও ও ভিডিও কল, এবং চার ডিজিটের পাসকোড দিয়ে এন্ড-টু-এন্ড এনক্রিপশন সুবিধা।

বর্তমানে অ্যাপটির বেটা সংস্করণ সীমিত সংখ্যক পেইড সাবস্ক্রাইবারদের জন্য উন্মুক্ত। মাস্ক বলেন, “এক্সচ্যাট একেবারে নতুন ধরনের অ্যাপ। এটি হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম ও সিগন্যালের মতো অ্যাপগুলোর সঙ্গে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করবে।”

এই পদক্ষেপ এমন এক সময়ে এলো, যখন মেটার হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রামও এনক্রিপশন সম্প্রসারণের পথে রয়েছে। যদিও হোয়াটসঅ্যাপে ডিফল্ট এনক্রিপশন চালু হয়েছে, ইনস্টাগ্রাম ও মেসেঞ্জারে তা এখনো সীমিত পর্যায়ে।

বিশ্লেষকদের মতে, এক্সচ্যাট শুধু একটি মেসেজিং অ্যাপ নয়, বরং ইলন মাস্কের বৃহৎ ডিজিটাল ভিশনের অংশ। ভবিষ্যতে এতে পেমেন্ট, মিডিয়া শেয়ারিং ও ডেটিংয়ের মতো সেবাও যুক্ত হতে পারে, ঠিক যেভাবে চীনের ‘উইচ্যাট’ বহুমুখী অ্যাপ হিসেবে কাজ করে।

প্রযুক্তি জগতে মাস্কের নতুন এই প্রয়াস কীভাবে গ্রহণ করে বিশ্ব, এখন সেটিই দেখার বিষয়।

Share Now

এই বিভাগের আরও খবর