ভারতের সঙ্গে সামরিক উত্তেজনার মধ্যে প্রতিরক্ষা ব্যয় বাড়াচ্ছে পাকিস্তান

আপডেট: June 11, 2025 |
boishakhinews24.net 112
print news

ভারতের সঙ্গে তীব্র সীমান্ত উত্তেজনার মধ্যেই প্রতিরক্ষা খাতে বড়সড় বরাদ্দ বাড়াল পাকিস্তান। ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে ২০ শতাংশ বৃদ্ধি পেয়ে প্রতিরক্ষা ব্যয় দাঁড়িয়েছে প্রায় আড়াই লাখ কোটি রুপি (প্রায় ৯০০ কোটি ডলার)। যদিও সামগ্রিক বাজেট ৭ শতাংশ কমেছে, কিন্তু সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে সামরিক খাতকে।

পাকিস্তান সরকারের তথ্য অনুযায়ী, বাড়তি বাজেট খরচ হবে সেনা, নৌ ও বিমানবাহিনীর পরিচালনা, অস্ত্র-সরঞ্জাম ও লজিস্টিকসে।

এর আগে ভারতও প্রতিরক্ষা বাজেট ১০ শতাংশ বাড়িয়ে প্রায় ৮ হাজার কোটি ডলার নির্ধারণ করে। কাশ্মীরে সাম্প্রতিক হামলা ও চারদিনের পাল্টাপাল্টি সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠেছিল দুই দেশের সম্পর্ক, যেখানে ড্রোন, যুদ্ধবিমান ও ক্ষেপণাস্ত্র ব্যবহৃত হয়।

এ সংঘাতে প্রথমবার চীনা জে-১০সি যুদ্ধবিমান ব্যবহার করে পাকিস্তান। ভারতের দাবি, পাকিস্তানের আটটি বিমানঘাঁটি ধ্বংস করে তারা যুদ্ধের মোড় ঘুরিয়ে দেয়। ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর পাকিস্তানকে ‘সন্ত্রাসবাদে লিপ্ত রাষ্ট্র’ আখ্যা দিয়ে হুঁশিয়ারি দিয়েছেন, সন্ত্রাস ছড়ালে জবাব আসবে পাকিস্তানের মাটিতে।

Share Now

এই বিভাগের আরও খবর