বগুড়ার শিবগঞ্জে মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত

আপডেট: June 11, 2025 |
boishakhinews24.net 117
print news

শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জে এসো দেশের কথা বলি ফাউন্ডেশনের আয়োজনে সাংবাদিকদের অংশগ্রহণে মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টের চুড়ান্ত খেলা অনুষ্ঠিত হয়েছে।

১১ জুন(বুধবার) বিকাল ৪ ঘটিকায় শিবগঞ্জ সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ খেলাটি মোকামতলা মডেল প্রেসক্লাব ও মোকামতলা প্রেসক্লাবের সমন্বয়ে গঠিত দল এবং মহাস্থানগড় প্রেসক্লাবের দলের মধ্যে অনিষ্ঠিত হয়।

খেলায় মোকাতলা মডেল প্রেসক্লাব ও মোকামতলা প্রেসক্লাব সমন্বয়ে গঠিত দলকে হারিয়ে জয়লাভ করে মহাস্থানগড় প্রেসক্লাব।

পরে প্রধান অতিথি হিসাবে বিজয়ী ও রানার্সআপ দলের হাতে ট্রফি তুলে দেন শিবগঞ্জ উপজেলা বিএনপি’র সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মীর শাহে আলম।

boishakhinews24.net 118

শিবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আব্দুর রউফ রুবেলের সভাপতিত্বে পুরুষ্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাতীয় ক্রিকেট দলের খেলোয়ার মাশেকুর রহমান রিয়েল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডঃ আব্দুল ওহাব, সাবেক সাধারণ সম্পাদক এসএম তাজুল ইসলাম, সাংবাদিক পবন রায়, বজলুর রহমান, রবিউল ইসলাম রবি,সাজু মিয়া,শাহজাহান আলী, সোহাগ আহমেদ,মিজানুর রহমান, এম আর মিজান,আতিক রহমান, নাহিদ ইসলাম, নুরুল আমিন তালুকদার, সাইদুর রহমান সাজু, ইফতেখার রানা, বিএনপি নেতা আনোয়ারুল ইসলাম মুকুল, আব্দুল করিম, আবু তাহের, উপজেলা যুবদলের সভাপতি খালিদ হাসান আরমান, সাধারণ সম্পাদক আবদুল্লাহ জোবায়ের, স্বেচ্ছাসেবক দল নেতা মাসুম, রায়হানুল হক রনি, উপজেলা ছাত্রদল নেতা বিপুল রহমান, মীর মুনসহ ১১টি প্রেসক্লাবের সাংবাদিকসহ অনেকে।

Share Now

এই বিভাগের আরও খবর