বগুড়ায় মোটরসাইকেল চোর চক্রের ২ সদস্য গ্রেফতার


শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়া জেলা গোয়েন্দা পুলিশের বিশেষ অভিযানে দুটি চোরাই মোটরসাইকেল সহ আন্তঃ জেলা চোর চক্রের সক্রিয় দুই সদস্যকে গ্রেফতার করা হয়েছে।
১২ জুন (বৃহস্পতিবার) দিবাগত রাতে বগুড়া জেলা শহরের পুরান বগুড়া এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে ডিবি পুলিশ।
আজ শুক্রবার তাদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
গ্রেফতারকৃত আন্তঃ জেলা চোরচক্রের ওই দুইজন হলেন-বগুড়া সদরের হুকমাপুর এলাকার মৃত-ফারাজ মুন্সির ছেলে মোঃ জাহিদুল ইসলাম (৩০) এবং নন্দীগ্রামের কড়ইহাট এলাকার আশরাফুল ইসলাম এর ছেলে মোঃ এরশাদ আলী(৩৫)।
অভিযানকালে তাদের কাছ থেকে চুরি হওয়া দুটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান।
বগুড়া পুলিশের মিডিয়া মুখপাত্র আতোয়ার রহমান জানান,গত ১১ জুন রাতে এক ভুক্তভোগী তার ব্যবহৃত মোটরসাইকেলটি ভাড়া বাড়ির গ্যারেজে রেখে ঘুমিয়ে পড়েন।
পরদিন সকাল ৬টার দিকে ঘুম থেকে উঠে দেখতে পান, তার শয়নঘরের দরজা বাইর থেকে বন্ধ করে দেওয়া হয়েছে।
পরে তার ডাক চিৎকারে অপর ভাড়াটিয়া সুমন ও প্রতিবেশীরা এগিয়ে এসে দরজা খুলে দেয়। পরে দেখা যায়, গ্যারেজ থেকে বাদী এবং ভাড়াটিয়া সুমনের দুটি মোটরসাইকেল চুরি হয়ে গেছে।
এ ঘটনায় শিবগঞ্জ থানায় একটি মামলা রুজু হয়।পরে ডিবি পুলিশের অভিযানে তাদের গ্রেফতারসহ দুটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, গ্রেফতারকৃত জাহিদুল ও এরশাদকে আজ শুক্রবার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।