লন্ডন বৈঠক গণতন্ত্রে উত্তরণের মাইলফলক: ১২ দলীয় জোটের প্রতিক্রিয়া

আপডেট: June 14, 2025 |
inbound8607939917320026857
print news

লন্ডনে অন্তর্বর্তী সরকারপ্রধান ড. মুহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে অনুষ্ঠিত বৈঠককে ‘গণতন্ত্রে উত্তরণের মাইলফলক’ হিসেবে আখ্যায়িত করেছে ১২ দলীয় জোট।

আজ শুক্রবার এক যৌথ বিবৃতিতে জোটের শীর্ষ নেতারা বলেন, এই আলোচনার মাধ্যমে রাজনৈতিক অনিশ্চয়তার অবসান ঘটেছে এবং দেশের মানুষ পেয়েছে স্বস্তির বার্তা ও আশার আলো।

বিবৃতিতে জানানো হয়, আগামী রমজানের আগেই জাতীয় নির্বাচন আয়োজনে যে ফলপ্রসূ ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছে, তা দেশের প্রত্যাশা ও প্রাপ্তির মধ্যে একটি ঐতিহাসিক সংযোগ তৈরি করেছে।

নেতারা নির্বাচনের সময়সূচি ফেব্রুয়ারিতে এগিয়ে আনার প্রস্তাব এবং প্রয়োজনীয় সংস্কার ও বিচারপ্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার উদ্যোগে ড. ইউনূসের ভূমিকার প্রশংসা করেন।

তারা আরও বলেন, “এই বৈঠক যেন শুধু কথার মধ্যে সীমাবদ্ধ না থাকে। আমরা সংস্কার ও বিচার প্রক্রিয়ায় বাস্তব অগ্রগতি দেখতে চাই।” নেতারা আশা প্রকাশ করেন, “দেশের বৃহত্তম রাজনৈতিক দল ও অন্তর্বর্তী সরকারের প্রধানের এই সৌহার্দ্যপূর্ণ আলোচনা গণতন্ত্র, বাংলাদেশ এবং জনগণের বিজয় নিশ্চিত করবে।”

যৌথ বিবৃতিতে স্বাক্ষর করেন:

১২ দলীয় জোটের প্রধান ও জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার,

বাংলাদেশ এলডিপির চেয়ারম্যান ও জোটের মুখপাত্র শাহাদাত হোসেন সেলিম,

জোটের সমন্বয়ক ও বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা,

জমিয়াতে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মুফতি গোলাম মহিউদ্দিন ইকরাম,

জাগপার সহ-সভাপতি রাশেদ প্রধান,

ন্যাশনাল লেবার পার্টির চেয়ারম্যান ফারুক রহমান,

বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান শামসুদ্দিন পারভেজ,

ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আব্দুর রাকিব,

ইসলামিক পার্টির মহাসচিব আবুল কাশেম,

পিএনপির চেয়ারম্যান ফিরোজ মো. লিটন

ও নয়া গণতান্ত্রিক পার্টির সভাপতি এমএ মান্নান।

Share Now

এই বিভাগের আরও খবর