তেহরান ধ্বংসের হুমকি দিলেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী

আপডেট: June 14, 2025 |
inbound4613108655645066063
print news

ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে চুক্তি করতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ৬০ দিনের আল্টিমেটাম শেষ হতেই তেহরানে ‘ব্যাপক’ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল। পাল্টা জবাব দিয়েছে ইরানও। ফলে মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধের দামামা বেজে উঠেছে। এবং পারমাণবিক অস্ত্রের ব্যবহারের আশঙ্কা আরও ঘনীভূত হচ্ছে।

ইরানের সঙ্গে তুমুল উত্তেজনার মধ্যেই তেহরান ধ্বংস করে দেওয়ার হুমকি দিলেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ। তিনি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে সতর্ক করে দিয়ে বলেছেন, ইসরায়েলি বেসামরিক নাগরিকদের উপর ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত থাকলে ‘তেহরান পুড়ে ছারখার যাবে’।

তিনি আরও বলেন, ‘ইরানের একনায়ক দেশটির নাগরিকদের জিম্মি করে রাখছেন। তিনি এমন একটি বাস্তবতা তৈরি করছেন, যেখানে ইসরায়েলের নাগরিকদের উপর যে ভয়াবহ ক্ষতি করা হয়েছে এজন্য তাদের (তেহরানের বাসিন্দা) চরম মূল্য দিতে হবে।’

শনিবার (১৪ জুন) এক বিবৃতিতে ইসরায়েল কাটজ এসব কথা বলেন।

ইসরায়েলের উপর হামলা বন্ধ করতে সাহায্য করার বিরুদ্ধে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ফ্রান্সকে ইরান সতর্ক করার পর এই বিবৃতি এলো।

Share Now

এই বিভাগের আরও খবর