সিএমপি’র ডিবির অভিযানে ৩১ টি চোরাই স্মার্ট ফোন সহ আটক ১

আপডেট: June 15, 2025 |
inbound616732419601736110
print news

মোহাম্মদ রেজাউল করিম, চট্টগ্রাম প্রতিনিধিঃ
মহানগর ডিবি (উত্তর-দক্ষিণ) টিম ০১ এর অফিসার ফোর্স চট্টগ্রাম নগরীর খুলশী থানাধীন পলিটেকনিক্যাল আগার মোড় এলাকায় অভিযান চালিয়ে চোরাই স্মার্টফোন চক্রের এক সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে।

তার কাছ থেকে বিভিন্ন ব্র্যান্ডের ৩১টি চোরাই অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

শনিবার (১৪ জুন) ভোর পৌনে ২টার দিকে ডিবি (উত্তর-দক্ষিণ) বিভাগের টিম–১ গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।

গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম কে এম মেহেদী হাসান (৩৫)। তাঁর বাড়ি গোপালগঞ্জের মকসুদপুর উপজেলার দিগনগর এলাকায়।

ডিবি জানায়, উদ্ধার হওয়া ফোনগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ৬ লাখ ২০ হাজার টাকা।

ফোনগুলো Samsung, Redmi, Realme, OPPO, VIVO, MI, Huawei, Tecno, Maximus, VNUS, Symphony, Google ও Benco ব্র্যান্ডের।

আটক মেহেদী দীর্ঘদিন ধরে চোরাই মোবাইল ক্রয়-বিক্রয় চক্রের সঙ্গে যুক্ত বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় খুলশী থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর