বগুড়ায় পিস্তল ও গুলিসহ শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার

আপডেট: June 17, 2025 |
inbound6627383270097411999
print news

শাহজাহান আলী,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ায় গোয়েন্দা পুলিশ (ডিবি) শহরের নিশিন্দারা এলাকায় অভিযান আব্দুর রহিম (৩২) নামে এক শীর্ষ সন্ত্রাসীকে গ্রেফতার করেছে।

সেই সাথে তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

১৫ জুন (রোববার) দিবাগত রাত ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে বগুড়া শহরের নিশিন্দারা চকরপাড়া এলাকায় নিজ বাড়ি থেকে শীর্ষ সন্ত্রাসী আব্দুর রহিমকে গ্রেফতার করা হয়।

তিনি ওই এলাকার মৃত আঃ রহমানের ছেলে।

বগুড়া জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ওসি ইকবাল বাহার জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রহিমকে গ্রেফতসর করা হয়।

তার দেখানো মতে শয়নকক্ষের তোষকের নিচে রাখা একটি টিস্যু ব্যাগ থেকে অস্ত্রগুলো উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে অস্ত্রটির মালিকানা স্বীকার করেছে।

পুলিশের এই কর্মকর্তা আরও জানান,আব্দুর রহিমের বিরুদ্ধে ২০১৮ সালে শহরের কলোনি এলাকায় শাকিল হত্যাচেষ্টাসহ একাধিক মামলা রয়েছে।

তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দিয়ে সোমবার দুপুরের পর আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর