অপহরণের ২৪ ঘন্টায় সেনাবাহিনীর অভিযানে শিক্ষক মুক্ত

আপডেট: June 17, 2025 |
inbound3006329714194924457
print news

শাহজাহান বগুড়া, বগুড়া জেলা প্রতিনিধিঃ সেনাবাহিনী ও র‍্যাবের কৌশলী ও দ্রুত পদক্ষেপে অপহরণের ২৪ ঘন্টার মধ্যেই উদ্ধার হলেন কমরউদ্দিন সরকারি কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক গোলাম রব্বানী।

জানা গেছে, বগুড়া শহরের কামারপাড়া এলাকার গোলাম রব্বানীকে অপহরণ করে দৃর্বৃত্তরা।পরে অপহরণকারীরা তার পরিবারের নিকট ১(এক) লাখ টাকা মুক্তিপণ দাবি করে।

ঘটনা জানার পরপরই বগুড়া সদর সেনা ক্যাম্প ও র‍্যাবের একটি যৌথ টহল দল তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদ ভিত্তিতে দ্রুত অভিযান পরিচালনা করে।

যৌথ টহল দল ঘটনাস্থলের নিকট পৌছালে অপহরণকারীরা ভিকটিমকে রেখে পালিয়ে যায়। উদ্ধারকৃত শিক্ষক গোলাম রব্বানী বর্তমানে নিজ বাসায় নিরাপদে অবস্থান করছেন।

এই সময়োপযোগী ও কার্যকর অভিযানের জন্য বগুড়ার সাধারণ জনগণ সেনাবাহিনী ও র‍্যাবের যৌথ টহল দলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে।

উল্লেখ্য, অপহরণকারীদের শনাক্ত করে গ্রেফতারের লক্ষ্য সেনাবাহিনী ও র‍্যাবের যৌথ টহল দল অভিযান অব্যাহত রেখেছে।

Share Now

এই বিভাগের আরও খবর