“আত্মরক্ষা প্রশিক্ষণ কোর্স” উদ্বোধন

আপডেট: June 17, 2025 |
inbound8377783283538753931
print news

মোহাম্মদ রেজাউল করিম, চট্টগ্রাম প্রতিনিধিঃ জনসেবা নিশ্চিতকরণে যে কোন পরিস্থিতি মোকাবেলায় করনীয় সংক্রান্তে শারীরিক ও মানসিক সক্ষমতা বৃদ্ধির লক্ষে চট্টগ্রাম জেলা পুলিশ কর্তৃক “আত্মরক্ষা প্রশিক্ষণ কোর্স” আয়োজন করা হয়েছে।

মঙ্গলবার (১৭জুন) বিকাল সাড়ে ৩ টায় পুলিশ লাইন্স সিভিক সেন্টারে পুলিশ সুপার মো: সাইফুল ইসলাম সানতু বিপিএম (বার) পুলিশ সদস্যদের শারিরীক ও মানসিক সুস্থতা এবং আত্মরক্ষায় সক্ষমতা বৃদ্ধির লক্ষে “আত্মরক্ষা প্রশিক্ষণ কোর্স” এর শুভ উদ্ভোধন করেন।

এ সময় পুলিশ সুপার প্রশিক্ষনার্থীদের উদ্দেশ্যে বলেন ,” মার্শাল আর্ট আত্মরক্ষার জন্য অত্যন্ত কার্যকরী ও প্রয়োজনীয় কৌশল।

মাঠ পর্যায়ে পুলিশি দায়িত্ব পালন করাকালে যে কোন প্রতিকূল পরিস্থিতে নিজেকে নিরাপদ রেখে সরকারি দায়িত্ব পালন এবং আইনি সহায়তা নিশ্চিতকরণে শারীরিক ও মানসিক সক্ষমতা বৃদ্ধিতে এই প্রশিক্ষণে অর্জিত জ্ঞান ও দক্ষতা অত্যন্ত সহায়ক হবে।”

inbound2511630403512157478

পর্যায়ক্রমে চট্টগ্রাম জেলা পুলিশে কর্মরত সকল পুলিশ সদস্যদের এই প্রশিক্ষণ প্রদান করা হবে। এতে একদিকে যেমন পুলিশ সদস্যগণ কর্মস্পৃহা বৃদ্ধি পাবে এবং অপরদিকে তাদের মধ্যে আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে এই প্রশিক্ষণ অত্যন্ত সহায়ক বলে তিনি মনে করেন।

উক্ত উদ্ভোধনী অনুষ্ঠানে “Chittagong Chinese Martial Art Wushu  Academy” এর প্রধান প্রশিক্ষকসহ অন্যান্য প্রশিক্ষণগণ, জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগন ও প্রশিক্ষনার্থী পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।

Share Now

এই বিভাগের আরও খবর