গাজীপুরে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, মা-ছেলেসহ নিহত ৩

আপডেট: June 17, 2025 |
inbound29532361494141721
print news

মাসুদ পারভেজ, গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কাপাসিয়ায় ঢাকা-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের সূর্য নারায়ণপুর পল্লী বিদ্যুৎ এলাকায় বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে মা-ছেলেসহ তিন জনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরো ৩ জন।

মঙ্গলবার (১৭ জুন) বিকেলে উপজেলার সূর্য নারায়ণপুর পল্লী বিদ্যুৎ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দূর্ঘটনায় নিহতরা সকলেই সিএনজির যাত্রী। নিহতরা হলেন-কিশোরগঞ্জ জেলার তাড়াইল উপজেলার আনোয়ারপুর কাজলা গ্রামের তানভীরের স্ত্রী রতনা আক্তার (৩২), ও তার ছেলে সায়ান (৪), নিহত অপরজন হলো একই জেলার ইটনা থানার কিষ্টুপুর গ্রামের আবুল কালামের পুত্র তৗফিদুল ইসলাম (১৪)।

এদিকে আহত তিন জনের মধ্যে একজন সিএনজি চালক অপর দুজন যাত্রী।

জানা যায়, কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা সিএনজি কাপাসিয়ার ওই এলাকায় পৌঁছালে ঢাকা থেকে আসা কিশোরগঞ্জগামী অনন্যা ক্লাসিক পরিবহনের একটি যাত্রীবাহী বাস সিএনজিটিকে ধাক্কা দেয় এ সময় মুখোমুখি সংঘর্ষে সিএনজিটি ভেঙ্গে দুমড়ে মুছে যায়। এ সময় ঘটনাস্থলে দুইজন এবং ঢাকায় নেওয়ার পথে একজনের মৃত্যু হয়।

কাপাসিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জয়নাল আবেদীন মন্ডল বলেন, বাস সিএনজি মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে দুইজন ও পরবর্তীতে হাসপাতালে নেয়ার পথে একজন মারা যান,ঘাতক বাস চালক কে আটক করা যায়নি। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Share Now

এই বিভাগের আরও খবর