বগুড়ায় সাবেক এমপির গাড়িতে ককটেল হামলা মামলায় ব্যবসায়ী গ্রেপ্তার

আপডেট: June 18, 2025 |
inbound830715302313056506
print news

শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার ধনুট উপজেলার বিএনপির সাবের এমপি গোলাম মোহাম্মদ সিরাজের গাড়িবহরে ককটেল হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের দায়ের করা মামলায় বদরুল হাসান আগা (৫৩) নামের এক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

১৭ জুন (মঙ্গলবার) দুপুরে বগুড়ার ধনুট থানা থেকে আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানোর হয়েছে।

তিনি ধনুট পৌর এলাকার পূর্ব ভরণশাহী গ্রামের মৃত আজিজুর রহমান মন্ডলের ছেলে এবং ঠিকাদারি, পরিবহন ও কাপড় ব্যবসায়ী।

এর আগে গতকাল সোমবার রাতে ধনুট শহরের মডেল মসজিদ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

মামলা সূত্রে জানা যায়,২০১৮ সালের ১১ ডিসেম্বর নির্বাচনী প্রচারকালে বিএনপির সাবেক সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজের গাড়িবহরে হামলা,ভাঙচুর, অগ্নিসংযোগ ও ককটেল হামলার ঘটনা ঘটে।

ওই ঘটনায় উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম শাহীন বাদি হয়ে ২০২৪ সালের ৮ অক্টোবর ধনুট থানায় মামলা দায়ের করে। ওই মামলায় আওয়ামী লীগের সাবেক এমপি হাবিবর রহমানসহ ৪৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ২০০-২৫০ নেতাকর্মীকে আসামী করা হয়।

ওই মামলায় অজ্ঞাত আসামী হিসাবে বদরুল হাসন আগাকে গ্রেফতার করা হয়েছে।

ধনুট থানার অফিসার ইনচার্জ( ওসি) সাইদুল আলম এর নিকট বিষয়টি হানতে চাইলে তিনি জানান, নাশকতার মামলায় সন্দেহভাজন আসামী হিসাবে বদরুল হাসান আগাকে গ্রেফতার করে আজ মঙ্গলবার কারাগারে পাঠানোর হয়েছে।

এ মামলার অন্য আসামীদেরকেও গ্রেফতারের চেষ্টা চলছে।

Share Now

এই বিভাগের আরও খবর