বগুড়ায় জুলাই-আগস্টে আন্দোলনে শহীদ রনির মাকে মারধর, গ্রেফতার -০২

আপডেট: June 18, 2025 |
inbound5544811264574535427
print news

শাহজাহান আলী,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জ উপজেলার বুড়িগঞ্জ ইউনিয়নের পঞ্চদাস চুনাতেপাড়া গ্রামে পূর্ব শত্রুতার জেরে একই পরিবারের দুই নারীকে দেশীয় অস্তশস্ত্র দিয়ে হামলা ও শ্লীলতাহানীর অভিযোগে উঠেছে।

হামলার পাশাপাশি নগদ অর্থ ও ব্যাংকের চেক ছিনিয়ে নেওয়ার অভিযোগেও করা হয়েছে।

১৭ জুন (মঙ্গলবার) বিকাল ৪টার দিকে বগুড়া শিবগঞ্জ উপজেলা বুড়িগঞ্জ ইউনিয়নের পঞ্চদাস চুনাতেপাড়া গ্রামে জুলাই- আগস্ট আন্দোলন শহীদ রনির বাড়িতে এই ঘটনা ঘটে।

এই ঘটনায় আহত মোছাঃ শাহানাজ বেগম(৪৫), যিনি শহীদ রনির মাতা,শিবগঞ্জ থানায় দায়ের করা অভিযোগ সূত্রে জানা যায়, কারেন্ট বিল সংক্রান্ত পূর্ব বিরোধকে কেন্দ্র করে মঙ্গলবার(১৭ জুন) বিকাল ৪টার দিকে অভিযুক্তরা পরিকল্পিতভাবে তার বাড়িতে ঢুকে হামলা চালায়।

অভিযুক্তরা হলেন- উপজেলার বুড়িগঞ্জ ইউনিয়নে পঞ্চদাস চুনাতেপাড়া গ্রামের মোঃ ফরহাদ(১৯), মোঃ ফারুক(৩০), মোছাঃ জাকিয়া বেগম(২৫) ও মোছাঃ ফরিদা বেগম(৪৫)।

শাহানাজ বেগম জানান, অভিযুক্তরা প্রথমে তাকে অশ্লীল ভাষায় গালাগালি করে এবং তিনি প্রতিবাদ করলে জাকিয়া বেগম তাকে “জানে মেরে ফেলার” হুমকি দেন।এরপর অন্যান্য অভিযুক্তরা লোহার রড়, লাঠি, বাটাম ও ধারালো ছোরা দিয়ে তার ওপর হামলা চালায়।

শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুজ্জামান এর নিকট বিষয়টি জানতে চাইলে তিনি জানান, আমরা ঘটনা শোনার সাথে সাথেই ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে তাৎক্ষণিক ফরহাদ ও ফারুক নামে দুই জনকে গ্রেফতার করা হয়েছে। তাদেরকে আজ বুধবার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।

Share Now

এই বিভাগের আরও খবর