বগুড়ার শিবগঞ্জে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ চেষ্টার আভিযোগ

আপডেট: June 18, 2025 |
inbound1167531056631196416
print news

শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জ উপজেলের ধাওয়াগীর গ্রামের ১৩ বছর বয়সী এক বাঁক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে রেজাউল করিম (৬০) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এঘটনায় এলাকায় তুমুল সমালোচনার ঝড় বইছে।

১৮জুন (বুধবার) সকালে উপজেলার শিবগঞ্জ সদর ইউনিয়নের ধাওয়াগীর (পাগলাপাড়) গ্রামে গিয়ে জানা যায়,যে গত শুক্রবার সন্ধ্যার আগে ওই গ্রামের মৃত রেজাউল করিম এই ঘটনা ঘটায়।

শিবগঞ্জ সদর ইউনিয়নের ধাওয়াগীর মনছের আলীর ছেলে রেজাউল করিম এই ঘটনা ঘটায়।

নির্যাতনের শিকার কিশোরীর বাবা জানান, শুক্রবার বিকালে বাড়ির পাশে তার মেয়ে খেলাধুলা করছিল। এ সময় কৌশলে মেয়েটিকে ধাওয়াগীর বহুমুখী উচ্চ বিদ্যালয় সংলগ্ন একটি বাঁশঝাড়ে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা করে রেজাউল করিম।

পরে মেয়ে বাড়িতে এসে তার ভাবির কাছে ঘটনাটি জানায়।

আমরা স্থানীয় জন প্রতিনিধিদের কাছে সুবিচার চাইলে তাদের কাছে রেজাউল আসেনি।তবে এর আগেও তার বিরুদ্ধে এ ধরণে কার্যকলাপের অভিযোগ রয়েছে। আমরা এই ঘটনার সুষ্ঠ বিচার চাই।

এবিষয়ে রেজাউল করিমের স্ত্রী গণমাধ্যমকে জানান, আমার স্বামীর বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট অভিযোগ আনা হয়েছে।

আমার স্বামী খুবই ভালো মানুষ। আমার স্বামীর বিরুদ্ধে আনিত অভিযোগ যদি সত্য হয় তাহলে এর সঠিক বিচার আমিও চাই।

শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ শাহীনুজ্জামান জানান, এবিষয়ে এখনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Share Now

এই বিভাগের আরও খবর