টাইমস হায়ার এডুকেশনের ইমপ্যাক্ট র‍্যাঙ্কিংয়ে জায়গা করে নিল ডিআইইউ

আপডেট: June 18, 2025 |
inbound8025616541688207138
print news

ডিআইইউ প্রতিবেদক: বাংলাদেশের উচ্চশিক্ষা খাতে যুক্ত হলো নতুন সাফল্যের পালক। যুক্তরাজ্যভিত্তিক খ্যাতনামা শিক্ষা সাময়িকী টাইমস হায়ার এডুকেশন প্রকাশ করেছে ২০২৫ সালের সর্বশেষ ইমপ্যাক্ট র‍্যাঙ্কিং।

বুধবার (১৮ জুন) প্রকাশিত এই তালিকায় বাংলাদেশের ৮টি সরকারি ও ১২টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের নাম স্থান পেয়েছে।

গর্বের বিষয় হলো, এ তালিকায় এবার জায়গা করে নিয়েছে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।

বিশ্ববিদ্যালয়গুলোর সামাজিক প্রভাব, গবেষণা, উদ্ভাবন, শিল্প সহযোগিতা এবং আন্তর্জাতিকীকরণসহ বিভিন্ন সূচকের ভিত্তিতে এ র‍্যাঙ্কিং প্রকাশ করা হয়। এ বছর তালিকার শীর্ষে রয়েছে অস্ট্রেলিয়ার ওয়েস্টার্ন সিডনি ইউনিভার্সিটি। দ্বিতীয় অবস্থানে রয়েছে ইংল্যান্ডের ম্যানচেস্টার ইউনিভার্সিটি।

টাইমস হায়ার এডুকেশনের ওয়েবসাইট অনুযায়ী, শিক্ষাদান, গবেষণা, গবেষণা উদ্ধৃতি, আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি ও শিল্প সহযোগিতা এই পাঁচটি প্রধান সূচক বিবেচনায় এনে র‍্যাঙ্কিং নির্ধারণ করা হয়।

ডিআইইউ’র এই অর্জন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, গবেষক ও সংশ্লিষ্ট সবার জন্য এক বড় অনুপ্রেরণা হয়ে উঠেছে।

Share Now

এই বিভাগের আরও খবর