যুক্তরাষ্ট্রের সাহায্য চাওয়া ইসরায়েলের দুর্বলতার লক্ষণ: খামেনি

আপডেট: June 20, 2025 |
inbound6893492566692967390
print news

যুক্তরাষ্ট্রের কাছে ইসরায়েলের সাহায্য চাওয়াকে দুর্বলতা ও অক্ষমতার বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। তিনি বলেন, শত্রু যদি ভয় বুঝে ফেলে, তাহলে তারা ছাড় দেবে না।

বৃহস্পতিবার (১৯ জুন) আল জাজিরার লাইভ প্রতিবেদনে জানানো হয়, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া এক পোস্টে বলেন, ‘এটা সত্য যে জায়নিস্ট শাসনের মার্কিন বন্ধুদের এখন হস্তক্ষেপ করতে হচ্ছে।

এ ধরনের কথা (সাহায্য চাওয়া) বলতে হচ্ছে—যা প্রমাণ করে, ওই (ইসরায়েল) শাসনব্যবস্থা কতটা দুর্বল ও অক্ষম।’

তিনি আরও বলেন, ‘আমি আমাদের প্রিয় জাতিকে বলতে চাই, শত্রু যদি বুঝতে পারে আপনি তাদের ভয় পাচ্ছেন, তাহলে তারা আপনাকে ছাড়বে না।’

খামেনি তার বার্তায় ইরানিদের সাহস ও দৃঢ়তা অব্যাহত রাখার আহ্বান জানিয়ে বলেন, ‘আপনারা এখন পর্যন্ত যেভাবে আচরণ করেছেন, তা অব্যাহত রাখুন; সেই আচরণই আরও দৃঢ়তার সঙ্গে চালিয়ে যান।’

সম্প্রতি ইসরায়েল-ইরান উত্তেজনার পারদ চড়তে থাকায় বিশ্বজুড়ে মধ্যপ্রাচ্য পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে আন্তর্জাতিক মহল। এই প্রেক্ষাপটে ইরানের পক্ষ থেকে এমন বার্তা আরও স্পষ্ট করে দেয় যে, তারা পিছু হটছে না।

Share Now

এই বিভাগের আরও খবর