জয়পুরহাটে এনসিপির  সমন্বয় কমিটির পরিচিতি ও সাধারণ সভা অনুষ্ঠিত

আপডেট: June 20, 2025 |
inbound284991837712623696
print news

জয়পুরহাট প্রতিনিধি: জুলাই ঘোষণাপত্র, মৌলিক সংস্কার বাস্তবায়নের জুলাই সনদ এবং বিচারের দাবিতে  জাতীয় নাগরিক পার্টি (NCP) জয়পুরহাট জেলার সদ্য ঘোষিত কমিটির এক পরিচিতি ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

শুক্রবার সন্ধ্যায় শহরের বৈরাগী মোড়ে স্থানীয় ফ্রেন্ডস গার্ডেন রেস্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়।

এনসিপির জেলা যুগ্ম সমন্বয়কারী  ওমর আলী বাবুর সভাপতিত্বে বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টির জেলা সদস্য ইঞ্জিনিয়ার গোলাম কবীর, ডা. নুরুল ইসলাম রঞ্জূ, বোরহান উদ্দিন, তৌহিদুজ্জামান, আবু রায়হান, কাজলী রানী মাহাতোসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সভায় বক্তারা  অন্তবর্তীকালীন সরকারের প্রতি জুলাই ঘোষণাপত্র দ্রুত বাস্তবায়ন করার দাবী জানান। পাশাপাশি মৌলিক সংস্কার ব্যবস্থা এবং বিচার সম্পন্ন করার দাবি জানান।

কেন্দ্রীয় কমিটির অনুমোদনের পর আগামী তিন মাসের মধ্যে জয়পুরহাটে একটি পূর্ণাঙ্গ ও কার্যকরী কমিটি গঠন করা হবে। এ লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

সভা শেষে নেতৃবৃন্দ সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করা এবং জেলার প্রতিটি ইউনিটে এনসিপির ভিত্তি মজবুত করার প্রত্যয় ব্যক্ত করেন।

Share Now

এই বিভাগের আরও খবর