যুক্তরাজ্যে সামরিক ঘাঁটিতে ঢুকে পড়লেন ফিলিস্তিনপন্থীরা, প্লেন ভাঙচুর

আপডেট: June 20, 2025 |
inbound3610219152283025356
print news

যুক্তরাজ্যের মধ্যাঞ্চলে অবস্থিত রয়্যাল এয়ার ফোর্সের (আরএএফ) ব্রাইজ নর্টন ঘাঁটিতে হামলা চালিয়েছে ফিলিস্তিনপন্থী সংগঠন ‘প্যালেস্টাইন অ্যাকশন’।

গাজায় ইসরাইলি বাহিনীর চালানো গণহত্যার সহযোগিতার অভিযোগে যুক্তরাজ্য সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে সংগঠনটি দাবি করেছে, তাদের দুই সদস্য দুটি সামরিক যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত করেছে।

সংগঠনটি জানায়, হামলায় তারা ভয়েজার নামের সামরিক বিমানের ইঞ্জিনে লাল রঙ স্প্রে করেছে এবং লোহার রড দিয়ে আঘাত করেছে।

শুক্রবার দেওয়া এক বিবৃতিতে তারা বলেছে, ‘‘ইসরাইলি সরকারকে প্রকাশ্যে সমালোচনা করলেও যুক্তরাজ্য এখনো সামরিক কার্গো পাঠাচ্ছে।

গাজার আকাশে নজরদারি বিমান ওড়াচ্ছে এবং মার্কিন ও ইসরাইলি যুদ্ধবিমানে জ্বালানি সরবরাহ করছে।’’

তাদের ভাষ্য অনুযায়ী, ‘‘যুক্তরাজ্য শুধু সহযোগী নয়, বরং গাজায় গণহত্যা এবং মধ্যপ্রাচ্যজুড়ে যুদ্ধাপরাধে সক্রিয়ভাবে জড়িত।’’

সামাজিক মাধ্যমে সংগঠনটি যে ভিডিও প্রকাশ করেছে, তাতে দেখা যায়, দুই আন্দোলনকারী বৈদ্যুতিক স্কুটারে চড়ে ঘাঁটির নিরাপত্তা বেষ্টনী ভেঙে ভেতরে প্রবেশ করে।

একজন পুনর্ব্যবহৃত অগ্নিনির্বাপক যন্ত্র ব্যবহার করে যুদ্ধবিমানের ইঞ্জিনে লাল রঙ স্প্রে করে। সংগঠনের ভাষায়, এই রঙ ‘‘ফিলিস্তিনি রক্তপাতের প্রতীক’’ হিসেবে রানওয়ের ওপরও স্প্রে করা হয়। পাশাপাশি ঘটনাস্থলে একটি ফিলিস্তিনের পতাকা রেখে যাওয়া হয়।

প্যালেস্টাইন অ্যাকশন আরও দাবি করেছে, আন্দোলনকারীরা নিরাপত্তা বাহিনীর নজর এড়িয়ে ঘাঁটি থেকে বের হয়ে যেতে সক্ষম হয়েছে।

ঘটনার পর যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রী জন হিলি সকল সামরিক ঘাঁটির নিরাপত্তা পর্যালোচনা এবং ব্রাইজ নর্টন ঘাঁটির হামলার পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছেন।

Share Now

এই বিভাগের আরও খবর