সড়কে পড়ে থাকা ব্যক্তিকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করল হাইওয়ে পুলিশ

আপডেট: June 21, 2025 |
inbound619975303807912954
print news

শাহজাহান আলী,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ায় অসুস্থ অবস্থায় সড়কে পড়ে থাকা মানসিক ভারসম্যহীন অজ্ঞাত এক ব্যক্তিকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্হা কররলো শেরপুর হাইওয়ে পুলিশ।

২০ জুন (শুক্রবার) সকাল সোয়া ৭টার দিকে বগুড়ার শাজাহানপুর উপজেলার নয়মাইল এলাকার ঢাকা-বগুড়া মহাসড়ক থেকে তাকে উদ্ধার করা হয়।

পরে হাইওয়ে শেরপুর হাইওয়ে পুলিশ তাকে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেলে কলেজ (শজিমেক) হাসপাতালে নিয়ে যায়।

তবে উদ্ধার হওয়া ওই ব্যক্তির নাম পরিচয় এখনো পাওয়া যায়নি।

জানা যায়, শুক্রবার সকাল সোয়া ৭টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কে হাইওয়ে পুলিশের নিয়মিত টহল চলছিল।

এ সময় শাজাহানপুর উপজেলার নয়মাইল এলাকায় সড়কে মানসিক ভারসম্যহীন ওই অজ্ঞাত ব্যক্তিকে পড়ে থাকতে দেখেন।

দূর থেকে প্রাথমিকভাবে ধারনা করা হয় ওই ব্যক্তি হয়তো কোনো সড়ক দুর্ঘটনার শিকার হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন। কিন্তু হাইওয়ে পুলিশ কাছে গিয়ে দেখেন তিনি জীবিত রয়েছেন।

তার অবস্হা গুরুত্ব। পরে হাইওয়ে শেরপুর শেরপুর ক্যাম্পের পিএসআই (নিঃ) মোঃ নুর হোসেনসহ পুলিশের অন্য সদস্যরা তাকে উদ্ধার করেন।

মানসিক দৃষ্টিকোন থেকে তারা তাৎক্ষণিকভাবে ওই ব্যক্তির খাবারের ব্যবস্হা করেন।

এরপর উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেলে কলেজ হাসপাতালে ভর্তি করে দেন।

শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের পিএসআই (নিঃ) মোঃ নুর হোসেন জানান,সকালে ঢাকা-বগুড়া মহাসড়কে হাইওয়ে পুলিশের দায়িত্ব পালনকালে অজ্ঞাত ওই ব্যক্তিকে সড়কে পড়ে থাকতে দেখা যায়।

তিনি খুব অসুস্থ ছিলেন।মানবিক দৃষ্টিকোন থেকে প্রথমে তার খাবারের ব্যবস্হা করা হয়।

পরে শেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহযোগিতায় মানসিক ভারসম্যহীন ওই ব্যক্তিনিজেকে উন্নত চিকিৎসার জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেলে কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

Share Now

এই বিভাগের আরও খবর