পাকিস্তানের সঙ্গে সিন্ধু পানি চুক্তি পুনর্বহাল করবে না ভারত

আপডেট: June 21, 2025 |
inbound3013124310638979753
print news

ভারত আর কখনোই পাকিস্তানের সঙ্গে সিন্ধু পানি চুক্তি পুনর্বহাল করবে না এবং পাকিস্তানে প্রবাহিত পানি অভ্যন্তরীণ ব্যবহারের জন্য সরিয়ে নেবে বলে জানিয়েছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শনিবার টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।

১৯৬০ সালে বিশ্ব ব্যাংকের মধ্যস্থতায় স্বাক্ষরিত সিন্ধু পানি চুক্তি ছিল ভারত-পাকিস্তানের মধ্যে আন্তঃসীমান্ত পানি বণ্টন নিয়ন্ত্রণের অন্যতম গুরুত্বপূর্ণ সমঝোতা। এ চুক্তির আওতায় পাকিস্তান তার কৃষি সেচের ৮০ শতাংশ পানি পেত। তবে কাশ্মীরের পাহেলগামে সন্ত্রাসী হামলার পেছনে ইসলামাবাদের হাত রয়েছে অভিযোগ করে চুক্তি ‘স্থগিত’ করে নয়াদিল্লি। পাকিস্তান অবশ্য এ অভিযোগ অস্বীকার করেছে।

অমিত শাহ বলেন, “চুক্তি আর কখনোই পুনর্বহাল হবে না। পাকিস্তানে যে পানি প্রবাহিত হয় তা একটি খালের মাধ্যমে রাজস্থানে সরিয়ে নেওয়া হবে।” তাঁর এ মন্তব্যে চুক্তি পুনর্বহালের আশায় থাকা ইসলামাবাদের সম্ভাবনা কার্যত শেষ হয়ে গেছে।

প্রসঙ্গত, গত মাসে দুই দেশের মধ্যে সীমান্তে প্রাণঘাতী লড়াইয়ের পর যুদ্ধবিরতিতে সম্মত হলেও পানি চুক্তি এখনো স্থগিত রয়েছে। এ পরিস্থিতিতে ভারতের পানি প্রত্যাহারের পরিকল্পনার বিপরীতে পাকিস্তান আন্তর্জাতিক আইন অনুসারে ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছে এবং একতরফা পানি প্রত্যাহারকে ‘যুদ্ধ উস্কানি’ হিসেবে দেখছে।

অমিত শাহর এ মন্তব্যে সিন্ধু পানি চুক্তি পুনর্বহাল না হওয়ার ইঙ্গিত স্পষ্ট হয়ে উঠল, যা দক্ষিণ এশিয়ার পানি কূটনীতিকে নতুন চ্যালেঞ্জের মুখে ফেলবে।

Share Now

এই বিভাগের আরও খবর