রাতে চীন যাচ্ছেন মির্জা ফখরুলসহ ৯ সদস্যদের বিএনপির প্রতিনিধি দল

আপডেট: June 21, 2025 |
inbound2125003909379201844
print news

চীনা কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে ৯ সদস্যের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল চীন সফরে যাচ্ছে।

শনিবার (২১ জুন) রাতে তারা ঢাকা ত্যাগ করবেন বলে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন।

এর আগে বৃহস্পতিবার (১৯ জুন) সন্ধ্যায় ঢাকায় নিযুক্ত চীনের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত লিউ ইউইনের আমন্ত্রণে বিএনপির প্রতিনিধি দল দেশটির দূতাবাসে সাক্ষাৎ করে।

প্রতিনিধিদলে আরও রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, সেলিমা রহমান, ডা. এ জেড এম জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা জহির উদ্দিন স্বপন, ইসমাঈল জবিউল্লাহ্, অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া এবং মিডিয়া সেলের আহ্বায়ক মওদুদ আহমেদ পাভেল।

সফরকালে চীনা কমিউনিস্ট পার্টির শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হবে, যেখানে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন ও রাজনৈতিক অভিজ্ঞতা বিনিময়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হবে।

Share Now

এই বিভাগের আরও খবর