ইউএপি সিএসই অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ঈদ-পরবর্তী পুনর্মিলনী অনুষ্ঠিত


ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক (ইউএপি)-এর কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশন (ইউএপিসিএসইএএ)-এর ঈদ-পরবর্তী পুনর্মিলনী অনুষ্ঠান আয়োজন করা হয় গ্রীন রোডের “লুমা রেস্টুরেন্ট এন্ড ক্যাফে”-তে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিএসই বিভাগের অধ্যাপক ড. বিলকিস জামাল ফেরদৌসি, ড. অলোক কুমার সাহা, সহযোগী অধ্যাপক ড. নাসিমা বেগম এবং সহকারী অধ্যাপক শায়লা রহমান, শাম্মী আখতার, এ. এস. জাফরুল্লাহ মমতাজ, মোল্লা রাশেদ হুসেইন, নাদিম আহমেদ, তানজিনা হেলালি, ড. মুহাম্মদ তৌফিকুর রহমান ও মো. শহীদুল ইসলামসহ আরও অনেকে।
বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন নবগঠিত উপদেষ্টা মণ্ডলীর সামদাদ তানভীর, মাসুদুর রহিম সাঈদ (অনি), মুহাম্মাদ আব্দুল্লাহ আল মুতি (ফারহান), বেলায়েত হোসেন রিপন এবং শিক্ষাবিষয়ক পরিষদের ড. মুহাম্মাদ ইকবাল হোসেন, ড. হোমাইরা আক্তার, মুহাম্মাদ আমিনুল ইসলাম (আবদুল্লাহ), মো. ইনজামুল ইসলাম (শোভন) ও আবদুল্লাহ মোহাম্মদ সাকিব।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইউএপিসিএসইএএ-এর নবনির্বাচিত সভাপতি মো. নেছার রহমান পরাগ ও সাধারণ সম্পাদক আসওয়াদ আহমেদ শামস। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সহ-সভাপতি আয়েশা সিদ্দিকা রেবা, মো. মহিদুল ইসলাম, মো. সাইফুল ইসলাম খান, কোষাধ্যক্ষ সালমান মো. সুলতান, সাংগঠনিক সম্পাদক শেখ তানভির ইনজামাম এবং সহকারী সাংগঠনিক সম্পাদক খান মো. এনামুল আলমসহ অন্যান্য কার্যনির্বাহী সদস্যবৃন্দ।
দীর্ঘদিন পর আয়োজিত এই মিলনমেলায় প্রাক্তন শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দের মধ্যে হৃদ্যতাপূর্ণ মতবিনিময় হয়। নতুন উপদেষ্টা ও শিক্ষাবিষয়ক পরিষদের সদস্যদের কেক কেটে বরণ করে নেয়া হয়, যা অনুষ্ঠানে বিশেষ মুহূর্ত হিসেবে ধরা দেয়।