বগুড়ায় ধর্ষণ চেষ্টা মামলার আসামী শাকিব গ্রেফতার

আপডেট: June 24, 2025 |
inbound5883322990073726250
print news

শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগ দায়ের করা মামলার আসামী শাকিব হোসেন(২৫) কে গ্রেফতার করেছে থানা পুলিশ।

২৩ জুন (সোমবার) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে শাকিবকে গ্রেফতার করে নন্দীগ্রাম থানা পুলিশ । আজ তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

গ্রেফতারকৃত আসামী শাকিব হোসেন নন্দীগ্রাম থানাধীন বুড়াইল ইউনিয়নের সিধইল গ্রামের সামছুল ইসলাম এর ছেলে।

পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, গৃহবধূর ছেলে চাকরির সএবাদে স্ত্রীকে নিয়ে বাহিরে থাকে।একমাত্র মেয়েরও বিবাহ হয়েছে।

গত ১৩ জুন(শুক্রবার) ভুক্তভোগীর স্বামী হাটবাজারে কাঁচামাল(সবজির) ব্যাবসা করার সুবাদে রাত সাড়ে ৩টার দিকে বাড়ি থেকে বেড়িয়ে যাওয়ার পর বাড়িতে একা ভুক্তভোগী গৃহবধূ ঘুমুয়ে পড়েন।

এ সময় আসামী শাকিব হোসেন টিনের তৈরি জানালার পেরেক উপরে ফেলে গৃহবধূ ঘরে প্রবেশ করে।

এরপর শাকিশ জোরপূর্বক গৃহবধূকে ঝাপটে ধরে ধর্ষণের চেষ্টা চলায়। এসময় গৃহবধূর চিৎকারে শাকিব দ্রুত তাকে ছেড়ে পালিয়ে যায়।

ঘটনার পর ভুক্তভোগী গৃহবধূ নিজেই বাদি হয়ে থানায় মামলা দায়ের করেন।

মামলাটি ২০০০সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোধনী- ২০২০) এর ৯(৪)(খ) ধারায় রুজু করা হয়।

নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ(ওসি) মোজাহারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ২৩ জুন( সোমবার) দিবাগত রাতে আসামী শাকিব হোসেনকে গ্রেফতার করা হয়েছে।

আজ মঙ্গলবার তাকে বগুড়ায় বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর