বগুড়ার সারিয়াকান্দিতে বাঙালি নদীতে বালু উত্তোলন বন্ধে যৌথবাহিনীর অভিযান, ২ লাখ টাকা জরিমানা

আপডেট: June 24, 2025 |
inbound4126060292615469220
print news

শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার সারিয়াকান্দিতে বাঙালি নদী থেকে থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে যৌথবাহিনীর অভিযানে দুই বালু ব্যবসায়ীর দুই লাখ টাকা জরিমানাসহ চারশ মিটার এর বেশি প্লাস্টিকের পাইপ ধবংস করা হয়েছে।

২৪ জুন (মঙ্গলবার) সকালে বগুড়ার সারিয়াকান্দি উপজেলা প্রশাসন ও সেনাবাহিনীর যৌথ উদ্যোগে পরিচালিত এ অভিযানে দুইজনকে ২ লাখ টাকা জরিমানা করা হয়।

পাশাপাশি বালু উত্তোলন কাজে ব্যবহৃত তিনটি খননযন্ত্র ও চারশ মিটারের বেশি প্লাস্টিকের পাইপ ধবংস করা হয়েছে।

অভিযানটি পরিচালনা করেন সারিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার রহমান এবং বাংলাদেশ সেনাবাহিনীর সারিয়াকান্দি ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন আরাফাত।

সেনাবাহিনী সূত্রে জানা গেছে, উপজেলার নারচী ইউনিয়নের উত্তর গণকপাড়া এলাকায় বাঙালি নদী থেকে কয়েকটি ড্রেজার মেশিন বসিয়ে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছিল।

এতে নদীতে ভাঙনের আশাস্কাজনক পরিস্থিতি তৈরি হয়।উত্তোলিত বালু নদীর তীরেই স্তুপ করে রাখা হতো এবং ট্রলিযুক্ত ট্রাক্টরের মাধ্যমে তা বিভিন্ন এলাকায় বিক্রি করা হতো।

গোপন সংবাদের ভিত্তিতে আজ মঙ্গলবার ভোরে সেনাবাহিনী ও উপজেলা প্রশাসন যৌথভাবে সেখানে অভিযান চালায়।

এ সময় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে গাবতলী উপজেলার কাতুলী গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে বুলবুল আহম্মেদ (৩২) এবং সুখাপুকুর ইউনিয়নের নওদারগা গ্রামের মোয়াজ্জেম হোসেন এর ছেলে শাহিন আলন(৩৫) – কে আটক করা হয়।

পরে ঘটনাস্হলে ভ্রাাম্যমাণ আদালত বসিয়ে তাদের প্রত্যেককে ১ (এক) লাখ করে মোট ২ (দুই) লাখ টাকা জরিমানা আদায়,করা হয়।

সারিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার রহমান বলেন, “যমুনা ও বাঙালি নদীতে অবৈধভাবে বালু উত্তোলন রোধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

যেখানেই অবৈধ উত্তোলনের তথ্য পাওয়া যাবে, সেখানেই তাৎক্ষণিকভাবে ব্যবস্হা বেওয়া হবে।

Share Now

এই বিভাগের আরও খবর