জাতির কাছে ক্ষমা চাইলেন জামায়াতের আমির

আপডেট: June 25, 2025 |
inbound8452872344500991906
print news

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, শুধুমাত্র ১৯৭১ সাল নয়, ১৯৪৭ সাল থেকে শুরু করে আজ পর্যন্ত জামায়াতের মাধ্যমে কেউ যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন, তাদের সবার কাছে তিনি বিনা শর্তে ক্ষমা চেয়েছেন।

সম্প্রতি একটি টকশোতে অংশ নিয়ে তিনি বলেন, “আমি মানুষগুলো, যারা আমাদের দ্বারা কষ্ট পেয়েছেন বা ক্ষতিগ্রস্ত হয়েছেন—তাদের সবার কাছে নিঃশর্ত ক্ষমা চাই। এটি আমার মানবিক দায়িত্ববোধ থেকে আসা।”

অনুষ্ঠানে এক প্রশ্নকর্তা জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের যুদ্ধাপরাধ মামলায় খালাস পাওয়ার পর দেওয়া জামায়াত আমিরের এক সংবাদ সম্মেলনের বক্তব্য উল্লেখ করে জানতে চান—সে সময় তিনি যেসব মানুষের কাছে ক্ষমা চেয়েছেন, তার মধ্যে মুক্তিযুদ্ধকালীন সময় অন্তর্ভুক্ত ছিল কি না।

উত্তরে ডা. শফিকুর রহমান বলেন, “একাত্তরকে আলাদা করে দেখছি না। আমি বলেছি ১৯৪৭ সাল থেকে শুরু করে আজ পর্যন্ত যদি কারও কষ্টের কারণ হয়ে থাকি—সেটা ব্যক্তিগত হোক, দলীয় হোক—আমি সেই কষ্টের জন্য নিঃশর্ত ক্ষমা চেয়েছি।”

তিনি আরও বলেন, “ব্যক্তি যেমন ভুল করতে পারে, তেমনি মানুষের সমষ্টি, একটি রাজনৈতিক দলও ভুল করতে পারে। কোনটা ভুল, কোনটা সঠিক—তা ইতিহাস নির্ধারণ করবে। আজ যে কাজটিকে ভুল মনে করা হচ্ছে, কাল হয়তো সেটিই সবচেয়ে সঠিক সিদ্ধান্ত হিসেবে বিবেচিত হবে।”

জামায়াত আমির বলেন, “আমরা আদর্শবাদী দল। আমাদের মধ্যে ভুল থাকার সুযোগ রয়েছে। আমাদের বা আমাদের সহকর্মীদের কারণে কেউ কষ্ট পেয়ে থাকলে, তার জন্য আমি নির্দ্বিধায়, বিনা শর্তে ক্ষমা প্রার্থনা করছি। এতে কোনো পরাজয় বা লজ্জা নেই।”

তিনি আরও বলেন, “এটি আমার মানবিক মূল্যবোধ, নৈতিক দায়িত্ব ও আত্মজিজ্ঞাসার জায়গা থেকে উঠে আসা বক্তব্য। ভুল স্বীকারে আমরা কুণ্ঠিত নই।”

Share Now

এই বিভাগের আরও খবর