হামাসের হামলায় ৭ ইসরায়েলি সেনা নিহত

আপডেট: June 25, 2025 |
inbound6432629317879054631
print news

গাজায় হামাসের হামলায় একজন অফিসারসহ ৭ ইসরায়েলি সেনা নিহত এবং পৃথক এক হামলায় একজন ইসরায়েলি সেনা গুরুতর আহত হয়েছে।খবর বিবিসি’র।

ইসরায়েলি সামরিক বাহিনীর বিবৃতির উদ্ধৃতি দিয়ে সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, খান ইউনিস শহরে তাদের গাড়ির নিচে রাখা একটি ডিভাইস বিস্ফোরিত হয়ে গাড়িতে আগুন ধরে গেলে সাত সেনা নিহত হয়। তাদের মধ্যে একজন অফিসারও রয়েছে।

ইরানের হামলায় বিধ্বস্ত ইসরায়েল গাজা থেকে এই দুঃসংবাদ পেল।

ইসরায়েলের সামরিক পরিসংখ্যান অনুযায়ী, জুনের শুরু থেকে গাজায় কমপক্ষে ১৯ ইসরায়েলি সেনা নিহত হয়েছেন।

২০২৩ সালের অক্টোবরে হামাসের হামলার প্রতিক্রিয়ায় গাজায় তীব্র বিমান ও স্থল অভিযান শুরু করে ইসরায়েল।

রয়টার্সের তথ্য অনুযায়ী, হামাস-নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ৫৬ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া ২০ লাখেরও অধিক জনসংখ্যার বেশিরভাগই বাস্তুচ্যুত এবং তীব্র খাদ্য সংকটের মুখোমুখি হচ্ছেন।

Share Now

এই বিভাগের আরও খবর