মব জাস্টিস মানবতার শত্রু হয়ে দাঁড়িয়েছে: তারেক রহমান

আপডেট: June 25, 2025 |
inbound1360847994941162034
print news

‘মব জাস্টিস’ এক হিংস্র উন্মাদনা এবং মানবতার শত্রুতে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

আন্তর্জাতিক নির্যাতনবিরোধী দিবস উপলক্ষে বুধবার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তিনি বলেন, বিশ্বজুড়ে স্বৈরাচারী শাসকরা তাদের বিরোধীদের ওপর ভয়াবহ দমন-পীড়ন চালাচ্ছে, যা মানুষের জীবন ও সম্পদের জন্য মারাত্মক হুমকি।

তিনি অভিযোগ করেন, বাংলাদেশে ১৬ বছর ধরে আওয়ামী লীগ একটি ফ্যাসিবাদী দুঃশাসন কায়েম করে জনগণের বাক-স্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা ও মানবাধিকারকে হরণ করেছে।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মিথ্যা মামলায় বন্দি করে এবং চিকিৎসা থেকেও বঞ্চিত করে সরকার ভয়-ভীতির এক সংস্কৃতি চালু রেখেছে।

এ পরিস্থিতিতে গণতান্ত্রিক শক্তির ঐক্য এবং ন্যায়বিচারের সংস্কৃতি ফিরিয়ে আনার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, মানবতা, আইনের শাসন এবং সুষ্ঠু নির্বাচনী ব্যবস্থাই নির্যাতিত মানুষের অধিকার নিশ্চিত করতে পারে।

মানবাধিকার রক্ষায় আন্তর্জাতিক নির্যাতনবিরোধী দিবসের তাৎপর্য অপরিসীম এবং বিশ্বের সব নির্যাতিত মানুষের প্রতি তিনি সহমর্মিতা জানান।

এদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও একই দিনে আন্তর্জাতিক দিবসটি উপলক্ষে বিবৃতিতে বলেন, বিগত সরকারের শাসনামলে রাষ্ট্রীয় সন্ত্রাস, গুম, নির্যাতন ও মানবাধিকার হরণের ঘটনায় বাংলাদেশ একটি ভয়াবহ নৈরাজ্যের অন্ধকারে নিমজ্জিত হয়েছিল।

তিনি বলেন, মানবাধিকার রক্ষায় ঐক্যবদ্ধ সংগ্রামের বিকল্প নেই।

Share Now

এই বিভাগের আরও খবর