সাবেক সিইসি হাবিবুল আউয়ালকে আদালতে তোলা হবে আজ


দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দায়ের করা মামলায় গ্রেপ্তার হওয়া সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালকে আজ বৃহস্পতিবার (২৬ জুন) দুপুরের পর আদালতে তোলা হবে। মামলার তদন্ত কর্মকর্তা জানিয়েছেন, তার ১০ দিনের রিমান্ড আবেদন করা হবে।
এর আগে বুধবার (২৫ জুন) দুপুরে রাজধানীর মগবাজারে আত্মীয়ের বাসায় আত্মগোপনে থাকা অবস্থায় তাকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
ডিবির যুগ্ম কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ নাসিরুল ইসলাম জানান, অবস্থান বারবার পরিবর্তনের কারণে তাকে গ্রেপ্তার করতে কিছুটা বেগ পেতে হয়েছে। নির্বাচনের ফল পরিবর্তন ও প্রশাসনকে প্রভাবিত করার অভিযোগে শেরেবাংলা নগর থানায় বিএনপির করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
উল্লেখ্য, গত ২২ জুন বিএনপি শেরেবাংলা নগর থানায় বিগত তিনটি জাতীয় নির্বাচনে দায়িত্ব পালনকারী প্রধান নির্বাচন কমিশনারসহ মোট ২৪ জনকে আসামি করে মামলা দায়ের করে।
ওই মামলায় সেদিনই উত্তরা থেকে আটক হন আরেক সাবেক সিইসি কেএম নূরুল হুদা। তাকে উত্তরা থানা পুলিশের মাধ্যমে ডিবি কার্যালয়ে নেয়া হয় এবং পরদিন আদালত তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।