মহাসমাবেশে সংখ্যানুপাতিক পদ্ধতিতে জাতীয় নির্বাচনসহ তিন দফা দাবি ইসলামী আন্দোলনের

আপডেট: June 28, 2025 |
inbound3863152776642114494
print news

সংখ্যানুপাতিক পদ্ধতিতে জাতীয় নির্বাচনসহ তিন দফা দাবিতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ করছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

শনিবার (২৮ জুন) সকাল ১০টায় কুরআন তিলাওয়াতের মাধ্যমে এই মহাসমাবেশের প্রথম অধিবেশন শুরু হয়।

দুপুর ২টায় মূল অধিবেশন শুরুর ঘোষণা থাকলেও সকাল থেকেই দেশের বিভিন্ন জেলা ও মহানগর থেকে আগত নেতাকর্মীদের উপস্থিতিতে সোহরাওয়ার্দী উদ্যান পূর্ণ হয়ে ওঠে। প্রথম অধিবেশনে জেলার নেতৃবৃন্দ পর্যায়ক্রমে বক্তব্য রাখছেন।

মহাসমাবেশে উপস্থিত আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ।

দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, আজকের সমাবেশে সংখ্যানুপাতিক পদ্ধতির পক্ষে অবস্থান নেয়া বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরাও উপস্থিত থাকবেন।

মূলত সংবিধান সংস্কার, বিচার বিভাগ সংস্কার এবং সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজন—এই তিন দাবিকে সামনে রেখে মহাসমাবেশ করছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

Share Now

এই বিভাগের আরও খবর